ফয়েজ আহম্মেদ’র গুচ্ছ কবিতা

প্রকাশ | ২৭ মার্চ ২০১৭, ০০:১৩

অনলাইন ডেস্ক

[এক]

ভালোবাসি জেনে রেখো
ভালোবাসা হয় হয়তো!
তীক্ষ্ণ টান হৃদয়ে জাগে,
নির্ঘুম রাত পেরিয়ে যায়
অগনিত তারার মতো।

অদ্ভুত ফাঁকা অনুভূতি,
তারার মতো জেগে থাকা
ভালোবাসা হলে-
ভালোবাসি জেনে রেখো।

ভালোবাসা হয় হয়তো!
তুমি নেই ভাবনায় লাগে,
বিবর্ণ বিকেল গত হয়
গোধূলীর সূর্যের মতো।

জলের রঙ কান্না,
আলোর মতো বয়ে চলা
ভালোবাসা হলে-
ভালোবাসি জেনে রেখ।

 

[দুই]

ছুঁয়ে দিলে
তুমি ছুঁয়ে দিলে আকাশ হবো।
তুলতুলে মেঘমালাকে,
খাতায় লিখা কবিতা বানাবো।

তুমি ছুঁয়ে দিলে সমুদ্র হবো।
ফেনিল জলরাশিকে,
নীল খামের চিঠি বানাবো।

তুমি ছুঁয়ে দিলে পাহাড় হবো।
পাথরের শ্যাওলাকে,
সবুজ পাড়ের শাড়ি বানাবো।

[তিন]

বিলীন স্বপ্ন
ক্যানভাস নামের গঙ্গায়
রঙ তুলির জলে ধুঁয়ে দিয়েছি পঙ্কিলতা।
এবার চোখে চোখ রাখ, প্রণয়ে।

কবিতা নামের তীর্থে
শব্দের ফুলে অর্পণ করেছি অর্চনা।
এবার বুকে বিশ্বাস খুঁজো, নির্দ্বিধায়।

বিরহ নামের প্রান্তরে
অপেক্ষার মালা হাতে বসে আছি।
এবার সুখ বিলাসী হও, স্বপ্ন খেয়ে।

ভাঁড়ার নামের শ্মশানে
সুরার জ্বালানীতে সাজিয়েছি চিতা।
অন্তত মখাগ্নি টুকু করে যেও, সুহৃদ হয়ে।

 

[চার]

আর কতটা নষ্ট হলে
কষ্টরা ত্যাগ করবে তনু-মনকে
নিষিদ্ধ তরল তুলে নিবে তার বিষ।
আর কতটা ক্লান্ত হলে
ঘুমেরা দখল করবে চোখের রাজত্ব
গোপন তৃণ পোড়াবেনা ভেতরটাকে।

[পাঁচ]

আমার মত করে ভালবাস
        স্বপ্নেরা আলিঙ্গন করবে।
আমার মত করে কাছে আস
        জান্নাতের সুভাস পাবে।
আমার মত করে চোখে চোখ রাখ
        সবুজের আহ্বান পাবে।
আমার মত করে হাত ধর
        পিপাসা ভূলে যাবে।
আমার মত করে হারিয়ে যাবে
        দূরে যেতে চেষ্টা করো না।

 

[ছয়]

তুমি আমাকে বকুল ফুল দিও
আমি তোমাকে ভালবাসা দিব
কেননা, ভালবাসা সংসারের স্বপ্ন দেখায়।

তুমি আমাকে সংসার দিও
আমি তোমাকে সন্তান দিব
কেননা, সন্তান জীবনের স্বপ্ন দেখায়।