মুজিববর্ষে ‘ন্যাশনাল পলিমার গ্রুপ’র আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশ : ০১ মার্চ ২০২০, ২০:০৭

সাহস ডেস্ক

মুজিব-শতবর্ষ পূর্তি উপলক্ষে ‘ন্যাশনাল পলিমার গ্রুপ’ কর্তৃক আয়োজিত এবং ‘হাসিমুখ সমাজ কল্যান সংস্থা’র সার্বিক সহযোগিতায় পথশিশুদের নিয়ে ‘শতবর্ষে শতরঙ্গে’ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

২৯ ফেব্রুয়ারি (শনিবার) মেহেরুন্নিসা গার্লস স্কুল এন্ড কলেজে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

এই প্রতিযোগিতায় শিশুদের মনের ক্যানভাসে আঁকা ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশকে’ নিয়ে সুন্দর সুন্দর ছবি, গান আর নাচের আয়োজন অনুষ্ঠানটিকে করেছে মনোমুগ্ধকর ও প্রাণবন্ত।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেন ‘ন্যাশনাল পলিমার গ্রুপ’র ম্যানেজিং ডিরেক্টর জনাব রিয়াদ মাহমুদ, জেনারেল ম্যানেজার জনাব মাহমুদুল ইসলাম শামীম এবং হাসিমুখ স্কুলের কো-ফাউন্ডার, শিক্ষক ও স্বেচ্ছাসেবকবৃন্দ।

অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ‘ন্যাশনাল পলিমার গ্রুপ’ এবং ‘হাসিমুখ সমাজ কল্যান সংস্থা’র কর্মকর্তারা শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।

পরে শিশুরাও নিজেদের হাতে তৈরি করা ক্রেস্ট ও বঙ্গবন্ধুর আঁকা ছবি ‘ন্যাশনাল পলিমার গ্রুপ’র ম্যানেজিং ডিরেক্টর এবং জেনারেল ম্যানেজারের হাতে তুলে দেয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত