‘রক্তাক্ত ২১শে আগস্ট’ শীর্ষক স্থাপনা প্রদর্শনী

প্রকাশ | ২১ আগস্ট ২০১৬, ১৭:৫৮

অনলাইন ডেস্ক

২১ শে আগস্টে সংগঠিত নারকীয় গ্রেনেড হামলা উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ‘রক্তাক্ত ২১শে আগস্ট’ শীর্ষক  স্থাপনা প্রদর্শনী আয়োজন করা হয়েছে। 

রবিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ভাস্কর্য গ্যালারীতে এই প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী, একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক মোঃ ইকবাল হোসেন, চারুকলা বিভাগের পরিচালক উৎপল কুমার দাস, প্রশিক্ষণ বিভাগের পরিচালক মোঃ শাওকাত ফারুক এবং সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দিন।