চিঠি

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ১৬:০৫

কাজী সাফায়েৎউল্লা

প্রিয় মেঘলা,

আজ ভীষণ রাগে বৃষ্টি নেবে আসুক 
ভিজিয়ে দিয়ে চোখ ক্লান্ত হোক দেহ,
অপ্রাপ্তির ভেসে চলে যাক সবটা গ্লানি
প্রতিদিনের চেয়ে একটি মৃত্যু হোক শ্রেয়।

আজ ভীষণ নিম্নচাপে ঝঞ্ঝা নেবে আসুক
অস্থির মন ছুঁয়ে যাক স্যাঁতস্যাঁতে হৃদ পাখি,
জমিয়ে কান্না কন্ঠ ঠোঁটে উঠুক মেঘমল্লার
ঝমঝমিয়ে স্বপ্নে স্বপ্ন দেখুক দুটো আঁখি।

আজ ভীষণ বাঁচার ইচ্ছে জমে আসুক
অর্ণবের স্রোত উঠুক রক্ত পাঁজর নীড়ে,
ক্ষান্ত হোক ফেরারী তরী তারার আকাশ
সার্থক দিক নির্ণয়ে বাঁচবে নাবিক ফিরে।

আজ ভীষণ তাণ্ডব শেষে স্বস্তি আসুক
তবুও এসো না ফিরে আর অশ্লেষা হয়ে,
মন খারাপ শব্দ পাতায় লিখবো তোমায়
যত মেঘলা গল্পকথা থাকুক শব্দে রয়ে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত