স্প্যানিশ মদ ও চুমুক্ষত

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩, ১৭:৫০

হিম

আমরা গ্যালিলিও ক্যাসিনোতে জুয়া খেলছিলাম জীবন নিয়ে–
সর্বশেষ তুরুপের তাস সটকে গ্যালো কবিতা থেকে,
হেরে গিয়ে প্রতিদ্বন্দ্বী যুবকের সাথে তর্ক বাধাঁলাম
যে উৎকর্ষ স্প্যানিশ মদকে নিয়ে চুমুর কঠিন প্রতিদ্বন্দ্বীতা করছিলো;

অতঃপর জানতে চাইলো, ‘তবে ভালোবাসা আছে?’
জানালাম, ‘ভালোবাসি, তবে সম্প্রতি প্রেমের চেয়ে বেশি প্রেমের কবিতাকে।
যারা অনায়াসে বিপ্লব ডেকে আনতে পারে!’

ব্যাখ্যা চাইলো–
জানালাম, ‘রক্ত এবং চুমু যেমন নগরীর অসুস্থ চাঁদকে ঢেকে দেয়
কারখানার দূষিত ধোঁয়া আর পতিতার দীর্ঘশ্বাস থেকে!’

পরবর্তী পেয়ালার তর্ক ছিলো, উপকারিতা!
জানালাম, ‘কিভাবে আমি পানশালায় বসে আওকিগাহারায়
প্রাচীন পঙক্তি খুঁজে বেড়াতে পারি!’

পুরোপুরি মাতাল হবার আগে ‘হাসিতে রক্ত’
নিয়ে প্রশ্ন এলে জানালাম
ওটাও চুমুক্ষত!

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত