ভালোবাসি বলে
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫৮
তোমাকে ভালোবাসি বলে কি
ইংরেজিতে 'I love you' বলে বেড়াতে হবে?
ভালোবাসা কি এতোই ঠুনকো ব্যাপার যে
সারাক্ষণ মুখে ভালোবাসি ভালোবাসি খই ফুটবে!
যে প্রচন্ড ভালোবাসে সে কখনো বারবার বলে প্রমাণ করতে যায় নাহ,
যে ভালোবাসা অনেক পবিত্র সে ভালোবাসায় তোমার জন্য অপেক্ষা থাকে আর থাকে কিছু অভিমান!
তোমাকে ভালোবাসতে গিয়ে নিঃস্ব হলেও হাসিমুখে সব মেনে নিতে রাজি,
মন খারাপের ঘুমে তোমায় নিয়েই স্বপ্নে ডুব সাঁতার কাটি,
ভালোবাসলেই চিৎকার করে না সবাই,
কেউ কেউ তীব্র আকাঙ্খায় রয় চুপিসারে
তোমার একটু গলার স্বর একটু হাসির একটু রাগ অভিযোগ অভিমান দেখার।
ভালোবাসা কোন রুপকথার গল্প নয়
জীবন বাস্তবতায় তোমাকে নিজের করে চাওয়ার নাম’ই ভালোবাসা।
তুমি দহন দাও, জ্বালাও পোড়াও তবুও
অবলীলায় দীর্ঘ রজনী নিদ্রাহীন কেটে যায়
তোমাকে ভেবে তোমাকে ভালোবেসেই।