সোহাগের স্রোতে
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৯
লিপি চক্রবর্তী
ও মেঘ, বার্তা পাঠাও!
আজ কোন কাজ নয়
সব ফেলে দিয়ে
সে যেন থাকে তার
প্রিয়ারে জড়ায়ে।
আজ শুধু ভালোবাসাবাসি
সোহাগের স্রোতে যাব
দু’জনে ভাসি।
মেঘ, তোমার বলয়ে
কিছুটা সময় ঢেকে দিও
তোমারি মতন করে তোমার আলয়ে।
কেউ জানবেনা, বুঝবেনা
সংগোপনে
প্রিয়োর পরশটুকু নিব
তারি বাহুডোরে মিশে।
আজ আর কাজ নয়
শুধু ভালোবাসাবাসি।