তৃষ্ণা
প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ১৫:০৭

আজ কতটা দিন
তোমার সুধা করিনা পান
হইনা মাতাল, উম্মাদনা
খুঁজে পাইনা তোমার মাঝে।
তারায় তারায় উজ্জ্বল আকাশ
ভেতর বাহির জ্বলজ্বল করে
তোমাকে ছুয়ে ছুয়ে শুষে নিব আজ
ভালোবাসার নিংড়ানো সুখটুকু।
খুব অলস সময়ে তোমাকে
একটা রোদ, চড়া বিকেল
ধার দিতে পারি!
যেখানে অবাধ্য আহ্লাদী প্রেম
তীব্র স্পর্ধায় উষ্ণ মাতাল!
তুমিও উড়নচণ্ডী ঠোঁটে প্রেমের
দীর্ঘ জবানবন্দী লিখে নিতে পারো
অগোছালো চাদরে!
এক আকাশ সমান অনিশ্চিয়তা
তোমাকে না পাওয়ার,
তবুও রোজ ভাবি তুমি আমার।
মিশে থাকব তোমার
অন্তর আত্বায় অনন্তকাল।