বিশ্বাস করতেই হয়
প্রকাশ : ০৫ জুন ২০২৩, ১৭:০৩

বিশ্বাস করতেই হয়-
যেমন বিশ্বাস করে নাপিতের কাছে গলা এগিয়ে দিতে হয়
স্ত্রীর কাছে স্বামীকে নির্ভাবনায় থাকতে হয়
প্রকৃতি রুক্ষ হলেও সজিবতায় বিশ্বাস রেখে
আদিগন্ত ফসল বোনে যায় কৃষক।
বিশ্বাস করতে হয় সন্তানকে-
যে তোমার থেকে বেরিয়ে তোমার নয়।
গ্রন্থিত বিশ্বাস মুখস্থ হলেও যে তার লক্ষ্যে ছোটে-
বিশ্বাস একটি গাছের মতো-
প্রতিদিন-ক্ষণের ভালোবাসার পরিচর্যায় বাড়ে
একটি কমলে অন্যটি উরুসন্ধির ভাঁজে কামড়ায়।
বিশ্বাসের বিপরীতে থাকে সন্দেহ
তোমরা যাকে বলো অবিশ্বাস।
বিশ্বাস করতেই হয়-
যেমনটা বিশ্বাস করে মৃত্যু তাড়িয়ে ঢাকায় হাঁটা
মাসের শেষে বেতনের আশ্বাসে নতুন চাকরিতে যোগদান
কিংবা আরো সুখের আশায় দ্বিতীয় বিয়ের পিড়িতে বসা।
বিশ্বাস করতেই হবে-
তুমি হৃদয়ে রস খেয়ে ফের আমাকে ঠকাবে!
নির্ভাবনায় বলবো- দেখা হবে বন্ধু আগামীতে।
তবুও যে বিশ্বাস করতেই হবে
স্রষ্টার ইহলোক-পরলোক।
আসলে কি মানুষ ঠকাতে পারে!
বিশ্বাস করতেই হয়-
ভেঙ্গে-ভেঙ্গে তুমিও একদিন পরিপূর্ণ হবে।