কবিতা

এপিটাফ

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০১৬, ০০:৫৭ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৩:০৮

সৈয়দ শামসুল হক

আমি কে তা নাইবা জানলে।
আমাকে মনে রাখবার দরকার কি আছে?
আমাকে মনে রাখবার?
বরং মনে রেখো নকল দাঁতের পাটি,
সন্ধ্যার চলচ্চিত্র আর জন্মহর জেলি।
আমি এসেছি, দেখেছি, কিন্তু জয় করতে পারিনি।
যে কোনো কাকতাড়ুয়ার আন্দোলনে,
পথিক, বাংলায় যদি জন্ম তোমার,
আমার দীর্ঘশ্বাস শুনতে পাবে।