একনেকে ১০ প্রকল্প অনুমোদন

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৬, ১৪:০৩ | আপডেট: ২২ নভেম্বর ২০১৬, ১৪:০৫

অনলাইন ডেস্ক

অবকাঠামো উন্নয়নসহ ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২২ হাজর ৮৭৬ কোটি ৩১ লাখ টাকা।

আজ মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল।

তিনি বলেন, একনেক সভায় মোট ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ২২ হাজার ৮৭৬ কোটি ৩১ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৬৬৮ কোটি ১৮ লাখ টাকা, প্রকল্প সাহায্য ১৩ হাজার ৬২৩ কোটি ১১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৫৮৫ কোটি ২ লাখ টাকা।

এসময় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব তারিক-উল-ইসলাম, সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য ড. শামসুল ইসলাম প্রমুখ।