রপ্তানি আয় আট বছরে বেড়েছে ৩০ বিলিয়ন ডলার

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০১৭, ১৮:৫৯

অনলাইন ডেস্ক

গত আট বছরে রপ্তানি আয় ৩০ বিলিয়ন ডলার বেড়েছে বলে জানান, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আজ বুধবার (১৮ জানুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চার দিনব্যাপী শিল্পের আধুনিকায়ন এবং উন্নয়নে তৈরি পোশাক খাতের তিনটি আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

অনুষ্ঠানে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্প খাতের বিভিন্ন ধরনের সরঞ্জাম ও মোড়ক পণ্য উৎপাদনের জন্য নগদ সহায়তা দেওয়ার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

অনুষ্ঠানে বিজিএপিএমইএর সভাপতি আবদুল কাদের খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক, এফবিসিসিআইর সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ।

চার দিনব্যাপী এ প্রদর্শনীতে ২৪টি দেশের ৪০০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।