আবগারি শুল্ক নামটাই পাল্টে ফেলতে চান অর্থমন্ত্রী

প্রকাশ | ১৮ জুন ২০১৭, ১৬:২৬ | আপডেট: ১৮ জুন ২০১৭, ১৬:৪৮

অনলাইন ডেস্ক

বাজেট প্রস্তাবে লাখ টাকার ওপরের ব্যাংক হিসাবে আবগারি শুল্ক বৃদ্ধির কথা বলার পর সমালোচনার মুখে এই শুল্কের নাম পাল্টে দেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সেই সঙ্গে শুল্কের হারও পাল্টানো হবে। অর্থমন্ত্রী বলেন, আবগারি শুল্ক নিয়ে নানা ধরনের কথা হচ্ছে। এটা নিয়ে যখন এত কথা হচ্ছে তখন বাজেট পাস করার সময় শুল্কের হার পরিবর্তন করা হবে। তিনি বলেন, এবারের বাজেটে হারটা একটু বেড়েছে। তবে সুযোগও বেড়েছে।

১৮ জুন (রবিবার) সচিবালয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বার্ষিক পারফরমেন্স চুক্তি (এপিএ) শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় সাংবাদিকদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘বাজেটে সমালোচনার জন্য যখন বেশি কিছু খুঁজে পাওয়া যায় না, তখন তো কিছু বের করতে হয়। এবার সবচেয়ে বেশি সমালোচনা এসেছে আবগারি শুল্ক নিয়ে। আমি তো আগেই বলেছি, বাজেট তো হলো প্রস্তাব। যখন এটা পাস হয়, তখন অনেক কিছুরই পরিবর্তন হয়। এই বিষয়ে চিৎকার যা আছে, তা পরিবর্তন হবে। বাজেট তো পাস হবে ঈদের পরে, তাই এখনই বলে দিচ্ছি যাতে সবাই স্বস্তির নিশ্বাস ফেলতে পারেন।