ভোজ্যতেলের ওপর ভ্যাট প্রত্যাহার করেছে সরকার

প্রকাশ : ১৪ মার্চ ২০২২, ২২:১১

সাহস ডেস্ক

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধে সব ধরনের ভোজ্যতেলের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার করেছে সরকার।

সোমবার (১৪ মার্চ) এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, সোমবার থেকে এই কর ছাড় কার্যকর হবে এবং আগামী ৩০ জুন পর্যন্ত তা বলবৎ থাকবে।

তবে ব্যবসায়ীরা আমদানি পর্যায়ে ভ্যাট প্রত্যাহারের দাবি জানালেও এনবিআরের প্রজ্ঞাপনে এ বিষয়ে কিছু বলা হয়নি।

এর আগে বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ভোজ্যতেলের বাজারদর নিয়ন্ত্রণে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।

পরবর্তীতে তিনি বলেন, ভোজ্যতেল, চিনি, মটরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে শুল্ক শিগগিরই প্রত্যাহার করা হবে।

এনবিআর সয়াবিন তেলের ওপর উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে পাঁচ শতাংশ ভ্যাট আরোপ করে থাকে।

ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ভোজ্যতেলের আমদানির ওপর ভ্যাট ১০ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ভ্যাট পাঁচ শতাংশ কমানো হবে।

একই সঙ্গে ভোজ্যতেলের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত