জামালপুরে ২৪ ঘন্টায় কাঁচা মরিচের দাম কমেছে কেজিপ্রতি চল্লিশ টাকা

প্রকাশ : ২৫ আগস্ট ২০২২, ১৩:৪৮

সাহস ডেস্ক

জামালপুরে ২৪ ঘণ্টায় কাঁচা মরিচের দাম কমেছে কেজিপ্রতি চল্লিশ টাকা। বুধবার (২৪ আগস্ট) প্রতি কেজি কাঁচা মরিচ ১৫০ থেকে ১৬০ টাকা বিক্রি হলেও বৃহস্পতিবার (২৫ আগস্ট) ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন প্রতি কেজি ৬০ টাকার পরিবর্তে তা ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

সরেজিমনে ঘুরে যাচাই করে দেখা গেছে, শুধু কাঁচা মরিচ নয় অন্যান্য সবজির দামও কমেছে। খুচরা ব্যাবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, হঠাৎ করেই কাঁচা মরিচ, বেগুনের দাম অনেক কমে যাওয়ায় জনসাধারণের উপকার হয়েছে। শসা, মুখি, লাউ, চাল কুমড়া, করলা, জিঙ্গে, চিচিঙ্গা, পটলসহ সকল সবজির দাম কমেছে বলে জানিয়েছে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারের কাঁচামালের পাইকারী ব্যবসায়ীরা।

নান্দিনা বাজারের আড়তদার রমজান আলী জানান, হঠাৎ করেই সবজির দামের পতন হওয়ায়, আড়তদারের কিছুটা লোকসান হচ্ছে। তবে ছোট খুচরা ব্যাবসায়ীদের কোন লোকসান হবে না। জামালপুর সদর উপজেলার সবচেয়ে বড় কাঁচা বাজার হিসেবে নান্দিনা বাজারে ঘুরে বাজারে আসা সবজি ক্রেতাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, সবজি, মাছ, ডিম এবং ব্রয়লার মুরগির দাম কমাতে সাধারণ মানুষ অনেকটা স্বস্তিবোধ করছে।

একাধিক সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, জ্বালানি তেলের দাম বাড়ার সাথে সাথে ওষুধ সহ সকল নিত্যপণ্যের দাম বাড়াতে তারা কিছুটা অসন্তুষ্ট হয়েছিল, সবচেয়ে বেশি অসন্তোষ বেড়েছিল সবজি সহ ডিম, মাছ এবং ব্রয়লার মুরগির দাম বেড়ে যাওয়ায়। এসবের দাম কমাতে কিছুটা হলেও সাধারণ মানুষের অসন্তোষ কমেছে। যেসব পণ্যের দাম ইতিমধ্যেই বেড়ে গিয়ে সাধারণ মানুষের মধ্যে অস্বস্তি বেড়েছে সেসব পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের যত্নশীল হওয়া এবং কেউ যাতে কৃত্রিমভাবে নিত্য পণ্যের দাম বাড়াতে না পারে সেদিকে সরকারের নজরদারি বৃদ্ধির প্রত্যাশা করেন সাধারণ মানুষ।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত