চট্টগ্রাম শিক্ষাবোর্ড এবার জেএসসি পরীক্ষার্থী প্রায় পৌনে ২ লাখ

প্রকাশ | ২৬ অক্টোবর ২০১৬, ১৯:৫৩

অনলাইন ডেস্ক

এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ১ হাজার ২২১টি স্কুলের মোট ১ লাখ ৮১ হাজার ৬৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

নগরীসহ চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার ২১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১ নভেম্বর (মঙ্গলবার) থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলবে ১৭ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত।

ইতোমধ্যে নগরীসহ পাঁচ জেলার ২১১টি কেন্দ্র সচিবদের কাছে পরীক্ষার্থীদের প্রবেশপত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে। পরীক্ষার্থীরা তা সংগ্রহ করছে। জেএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনে ১০টি পরিদর্শক টিম গঠন করেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম বলেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এ বছর জেএসসি পরীক্ষায় ১ হাজার ২২১টি স্কুলের ১ লাখ ৮১ হাজার ৬৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ৮১ হাজার ৮২৫ জন ছাত্র ও ৯৯ হাজার ৮২৭ জন ছাত্রী। মোট পরীক্ষার্থীদের মধ্যে নিয়মিত ১ লাখ ৬৩ হাজার ৯৮৯ জন, অনিয়মিত ১৭ হাজার ৬৬১ জন শিক্ষার্থী রয়েছে। এছাড়াও মানউন্নয়ন পরীক্ষায় আরো ২ জন শিক্ষার্থী অংশ নেবে।

নগরীর ২০৭টি স্কুলের ৪১ হাজার ১১৬ জনসহ চট্টগ্রাম জেলায় পরীক্ষায় অংশ নিবে ১ লাখ ২৯ হাজার ১২৫ জন পরীক্ষার্থী। তিন পার্বত্য জেলায় পরীক্ষার্থী ৩০ হাজার ৯৫০ জন। এর মধ্যে বান্দরবান জেলায় ৮ হাজার ৯৯৮ জন, খাগড়াছড়িতে ১১ হাজার ১০৬ জন, রাঙ্গামাটিতে দশ হাজার ৮৪৬ জন  ও কক্সবাজার জেলায় ২৫ হাজার ৫৭৭ জন পরীক্ষার্থী অংশ নিবে।

জেএসসি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান জানান, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের নির্ধারিত ওয়েব সাইটের মাধ্যমে প্রত্যেক কেন্দ্র সচিবের ইমেইলে ইতোমধ্যে ১ লাখ ৮১ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থীর ছবিযুক্ত প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড ও স্বাক্ষরপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। স্ব স্ব কেন্দ্র সচিবদের কাছ থেকে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা তা সংগ্রহ করছে। 

মাহবুব হাসান আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পাদনে ১০টি পরিদর্শক টিম গঠন করা হয়েছে। পরীক্ষা সংক্রান্ত নানান বিষয়ে ২১১টি কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় করে দিক-নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বছর চট্টগ্রাম নগরীসহ পাঁচ জেলার ২১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে মহানগরীর ৩৯টিসহ চট্টগ্রাম জেলায় ১২৩টি, কক্সবাজার জেলায় ৩১টি, রাঙ্গামাটিতে ২২টি, খাগড়াছড়িতে ২২টি, বান্দরবানে ১৩টি কেন্দ্র রয়েছে।