রাবিতে দুই দিনব্যাপী চিত্র প্রর্দশনী শুরু

প্রকাশ | ২৮ মার্চ ২০১৭, ১২:১৮

রাবি প্রতিনিধি

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংসদের উদ্যোগে দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক একটি স্থিরচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সংগঠনটির টেন্টে এ প্রদর্শনী উদ্ধোধন করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গৌতম দত্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য ছাত্র ইউনিয়নের এই প্রয়াসকে তিনি অভিবাদন জানান।

রাবি সংসদের সভাপতি এএম শাকিলের সভাপতিত্বে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাবি সংসদের সাবেক সভাপতি মিনহাজুল আবেদীন বলেন, মুক্তিযুদ্ধে ন্যাপ-ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনী সরাসরি মুক্তিযুদ্ধ করেছে ও বর্তমানে তাদের সঠিক সম্মাননা এবং স্বীকৃতি দিয়ে বাংলাদেশের মুক্তিসংগ্রামের সঠিক ইতিহাস সবার সামনে তুলে ধরতে হবে। ইতিহাস বিকৃতিকারীদের জনতার আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

দুই দিনব্যাপী চিত্র প্রদর্শনীতে মোট ১০১টি চিত্র প্রর্দশন করা হবে। মঙ্গলবার সকাল ৮টা থেকে সাড়ে ২টা পর্যন্ত এ প্রর্দশনী চলবে।