বরিশাল বোর্ডে সর্বোচ্চ পাসের হার পটুয়াখালীতে

প্রকাশ | ২৩ জুলাই ২০১৭, ১৬:৩২

অনলাইন ডেস্ক
ফাইল ফটো

চলতি বছর বরিশাল শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা গেছে ৭৫ দশমিক ৫৭ শতাংশ পাসের হার নিয়ে এ বোর্ডে সর্ব প্রথমে আছে পটুয়াখালী।  

বরিশাল শিক্ষাবোর্ডের সচিব বিপ্লব কুমার ভট্টাচার্য জানান, ৭৪ দশমিক ৩১ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় স্থানে ঝালকাঠি, ৭১ দশমিক ৮৩ নিয়ে তৃতীয় ভোলা, ৭০ দশমিক ০১ নিয়ে চতুর্থ স্থানে বরিশাল, ৬৬ দশমিক ৪১ নিয়ে পঞ্চম স্থানে রয়েছে বরগুনা এবং ৬৩ দশমিক ১৮ শতাংশ পাসের হার নিয়ে সব শেষে রয়েছে পিরোজপুর।

পটুয়াখালী জেলায় ১০ হাজার ৮৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ হাজার ৬০৩ জন পরীক্ষায় অংশ নেয়। যারমধ্যে ৮ হাজার ১৩জন উত্তীর্ণ হয়েছে। এ জেলায় মেয়েরা জিপিএ ৫ পেয়েছে ৫১জন এবং ছেলেরা ২৮ জন।