একাডেমিক স্বীকৃতি পেলো ১শ’ শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫১

সাহস ডেস্ক

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ১০০টি স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা নোটিশ আকারে প্রকাশ করা হয়েছে। এইচএসসি (বিএম) শিক্ষাক্রমে ১০০ শিক্ষাপ্রতিষ্ঠানকে তিন বছরের জন্য একাডেমিক স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

মঙ্গলবার এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বরাবর পাঠানো হয়েছে।

জানা গেছে, চলতি বছরের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত তিন বছরের জন্য এ সব শিক্ষাপ্রতিষ্ঠানকে একাডেমিক স্বীকৃতি দেয়া হয়েছে। তবে এই সময়ের মধ্যে নবায়ন না করা হলে এ স্বীকৃতি বাতিল বলে গণ্য করা হবে বলেও জানিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড।

কিছু শর্ত সাপেক্ষে ১০০ শিক্ষাপ্রতিষ্ঠানকে একাডেমিক স্বীকৃতি দেয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী নির্ধারিত সময়ে নিজস্ব জমিতে উপযুক্ত ভৌত অবকাঠামো নিশ্চিতকরণ, প্রতিষ্ঠানের নামজারি, জমি সংক্রান্ত সকল তথ্যে মূল কপি যাচাই বাছাই কমিটিকে প্রদর্শন, ছাত্র-ছাত্রীদের সংখ্যা অনুযায়ী ক্লাসরুমের ব্যবস্থা নিশ্চিতকরণ, ইন্টারনেট সংযোগসহ কমপক্ষে ২০টি কম্পিউটারের সাহায্যে কম্পিউটার ল্যাবের ব্যবস্থাকরণ, যথাযথ ক্লাস রুটিন তৈরি, অডিট রিপোর্ট তৈরি ও প্রেরণসহ বেশ কিছু শর্ত দেয়া হয়েছে। বাংলাদেশ জার্নাল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত