রাবির দুই শিক্ষককে চাকরিচ্যুত, একজনের পদোন্নতি স্থগিত

প্রকাশ | ৩০ মে ২০২২, ২১:০৫

অনলাইন ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগে দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। যৌন নির্যাতনের অভিযোগে আরেক শিক্ষকের পদোন্নতি চার বছরের জন্য স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর সাংবাদিকদের জানান, রবিবার (২৯ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের ৫১৪তম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত হয়। চাকরিচ্যুত শিক্ষকেরা হলেন- মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উম্মে হাবিবা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সালমা খাতুন।

বিধিবহির্ভূতভাবে অনুপস্থিত থাকার কারণে হাবিবাকে এবং সালমাকে সুপারভাইজারের স্বাক্ষর জালিয়াতির কারণে চাকরিচ্যুত করা হয়েছে। ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় আগামী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারের পদোন্নতি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাদিকুল বলেন, এসব ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমন্বয়ে একটি সেল গঠন করা হয়েছে; যেখানে নজর রাখা হবে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে।

সাহস২৪.কম/এসটি/এসকে.