চবিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের কাফনের কাপড় নিয়ে রেল অবরোধ

প্রকাশ : ০২ জুন ২০২২, ১৫:৩৩

সাহস ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে কাফনের কাপড় নিয়ে রেললাইন অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করছে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (০২ জুন) সকাল ১০টার দিকে নগরীর ষোলশহর স্টেশনে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী সাড়ে ১০টার শাটল ট্রেন আটকে দেয় শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেন।

ষোলশহর জংশন রেলস্টেশনের মাস্টার এস এম ফখরুল আলম বলেন, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে কিছু শিক্ষার্থী স্টেশনে অবস্থান নিয়েছিলেন। এসময় তারা শাটল ট্রেন আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন। পরে পুলিশের সহায়তায় তাদের লাইন থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

জানা যায়, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া সবাই ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে একত্র হয়েছেন তারা। করোনা চলাকালীন সময়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির অভাব, আর্থিক সংকটসহ নানা প্রতিবন্ধকতা ছিল। তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার দাবিতে তাদের এই কর্মসূচি।

আন্দোলনকারীরা বলেন, দ্বিতীয়বার পরীক্ষার দাবি জানিয়ে দীর্ঘ ছয় মাস আমরা আন্দোলন করে আসছি। শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সবখানেই আমাদের দাবির বিষয়ে অবহিত করেছি। তারাও আমাদের বিষয়ে একমত। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে বার বার কথা দিয়ে কথা ভঙ্গ করছেন। বাধ্য হয়ে আমরা কাফনের কাপড় পড়ে আন্দোলনে নেমেছি।

আন্দোলনকারী শিক্ষার্থী সৈকত মজুমদার বলেন, ‘আমরা ২০১৮ সালে এসএসসি ও ২০২০ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের পরীক্ষায় অংশগ্রহণ করি। একবার নয়, তিনবার ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে প্রশাসন। মহামারির মধ্যে আমরা পরীক্ষা দিয়েছি। আমাদের অটোপাস দেওয়ার কথা, সেটিও দেয়নি। এখন দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দিলে আমাদের বেঁচে থাকাই অর্থহীন।’

চবির প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘তাদের দাবি যৌক্তিক। তবে এখানে দ্বিতীয়বার পরীক্ষার কোনো সুযোগ নেই। সিদ্ধান্ত পরিবর্তন হবে না।’

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে সর্বশেষ গত ২৩ এপ্রিল নগরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সালে ৫০৫তম সিন্ডিকেট সভায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিল করা হয়।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত