শিক্ষার্থীর মেইলে সাড়া দিয়ে বিজ্ঞান সেমিনারে ড. সেঁজুতি সাহা

প্রকাশ : ০৪ আগস্ট ২০২২, ১৭:২০

সাহস ডেস্ক

শরীয়তপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী আংগারিয়া উচ্চ বিদ্যালয়ে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে ও আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিজ্ঞান বিষয়ক সেমিনার ‘এক মুঠো বিজ্ঞান’ এ অংশগ্রহণ করেন চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের পরিচালক অনুজীব বিজ্ঞানী ড. সেঁজুতি সাহা।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠানটি শুরু হয়। এতে অংশগ্রহণ করে বিদ্যালয়ের প্রায় ৬ শতাধিক ছাত্র-ছাত্রী। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি অনুজীব বিজ্ঞানী ড. সেঁজুতি সাহা তার বক্তব্যে অনু বিজ্ঞান সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদান করেন এবং সাধারণ বিজ্ঞান বিষয়ে আলোচনা করেন। এসময় তিনি জানান, অত্র বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সাবিহা বুশরার পাঠানো মেইলে বিজ্ঞান বিষয়ে আগ্রহের পরিপ্রেক্ষিতে ড. সেঁজুতি সাহা উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন।

এরপর প্রশ্নোত্তর পর্বে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অনুজীব বিষয়ে অনেক প্রশ্নের উত্তর প্রদান করেন। এ প্রশ্নোত্তর পর্বটি জমে উঠে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্ন ও ড.সেঁজুতি সাহার উত্তর দেওয়ার মধ্যে দিয়ে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ মনিমুল হাসান খান, অফিস এক্সিকিউটিভ, চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন, নাজিফা তাবাসসুম, মাইক্রোবায়োলজিস্ট ও সায়েন্স কমিউনিকেটর, জাসিয়া মোমতাহেনা হাফসা, আণবিক জীববিজ্ঞানী এবং বিজ্ঞান যোগাযোগকারী, সানিয়া মোগে, ইন্টার্ন, মোঃ শাকিউল কবরী, সহকারী গবেষণা, কিঙ্কর ঘোষ, গবেষণা সমন্বয় পরামর্শদাতা, সাকিউল কবির, সহকারী গবেষণা ব্যবস্থাপক, চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন, হারুন-অর-রশিদ, প্রধান শিক্ষক, সমিতির হাট উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার কামাল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত