ভালবাসা দিবসে কুবিতে রম্য বিতর্ক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫১

সাহস ডেস্ক

‘প্রতিটি হৃদয়ে গাঁথবো আমি ভালোবাসার মালা, কারণ প্রেমিক হিসেবে একমাত্র আমার অঞ্চলই  সেরা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ভালোবাসা দিবসে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির উদ্যোগে এক রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই রম্য বির্তক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা ড. মো: হাবিবুর রহমান, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক অমিত দত্ত, ডিবেটিং সোসাইটির সভাপতি আল নাঈম ও সাবেক সভাপতি ফারিদ মুস্তাকিম।

ভালোবাসা দিবসে রম্য বিতর্ক আয়োজন সম্পর্কে ডিবেটিং সোসাইটির সভাপতি আল নাইম বলেন, ভালোবাসা দিবস উপলক্ষে প্রায় প্রতিটি বিতর্ক সংগঠন রম্য বিতর্কের আয়োজন করে থাকে। ভাষার মাসে এই আয়োজনে আঞ্চলিক ও ভালোবাসা বিতর্কের মিশেলে ভিন্ন মাত্রা দেওয়ার চেষ্টা করেছে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। শুধুমাত্র ভালোবাসা দিবসেই নয়, বিভিন্ন জাতীয় দিবসেও কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির ভিন্নধর্মী আয়োজন ব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে এই প্রাণবন্ত আয়োজন আমাদের সবসময় ভালোকিছু দেওয়ায় উৎসাহিত করে।

বিতর্কে ঢাকা, চট্রগ্রাম, কুমিল্লা, সিলেট, রংপুর, রাজশাহী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিতার্কিকরা অংগ্রহণ করে। বিতর্কে সবাই নিজ নিজ জেলাকে সেরা প্রমাণ করতে চেষ্টা করেন।

সাহস২৪.কম/এমআই/এএম.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত