রিমোট ইন্টারভিউ কী ও কীভাবে ?
প্রকাশ : ৩০ মে ২০২৩, ১৭:১১


“রিমোট ইন্টারভিউ” শব্দটা নতুন। আধুনিক বিশ্বে চলমান ব্যস্ত সময়কে যথাযথ ব্যবহারের জন্যে চাকরি দাতা ও চাকরি প্রার্থীর সাক্ষাৎকার পর্বটি আরো সহজ উপায়ে সম্পন্ন করার জন্যই রিমোট ইন্টারভিউ-এর প্রাসঙ্গিকতা দেখা দিয়েছে। এরফলে চাকরিদাতার আনুষ্ঠানিকতার খরচ সাশ্রয় হয়, চাকরি প্রার্থীর খরচ কমে। আবার উভয় পক্ষের সময় বাঁচে। আসুন জেনে নেয়া যাক “রিমোট ইন্টারভিউ” পদ্ধতির আদ্যেপান্ত।
রিমোট ইন্টারভিউ কী?
সাধারণত আপনি যখন কোন জায়গায় চাকরির জন্য আবেদন করেন, ইন্টারভিউর জন্য নির্বাচিত হলে আপনাকে সেখানে ডাকা হয়। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় উপস্থিত হয়ে আপনি একটি মৌখিক পরীক্ষা দেন। রিমোট ইন্টারভিউতে আপনাকে কোথাও যেতে হয় না। বরং বাসায় বসে আপনি নিয়োগদাতার কাছে ইন্টারভিউ দেন।
রিমোট ইন্টারভিউর ধারণা আমাদের দেশে একেবারে নতুন নয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে বর্তমানে এ ধরনের ইন্টারভিউর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে।
রিমোট ইন্টারভিউ কীভাবে হয়?
দুইভাবে রিমোট ইন্টারভিউ হতে পারেঃ
এক. ফোন কলের মাধ্যমে
দুই. ভিডিও কলের মাধ্যমে
কোন ধরনের মাধ্যমে আপনার ইন্টারভিউ নেয়া হবে, সেটা প্রতিষ্ঠানের উপর নির্ভর করবে। ফোন নাম্বারের পাশাপাশি জনপ্রিয় মাধ্যমগুলোর ব্যবহারও রয়েছে। বিশেষ করে ভিডিও কলের ক্ষেত্রে। যেমনঃ
WhatsApp
Facebook Messenger
Skype
Zoom
Google Meet
রিমোট ইন্টারভিউর জন্য প্রস্তুতি কীভাবে নেবেন?
গতানুগতিক ইন্টারভিউর জন্য আপনার প্রস্তুতি যেমন হয়, তার সাথে বাড়তি কিছু বিষয়ে মনোযোগ দিন রিমোট ইন্টারভিউর ক্ষেত্রে।
ফোন কল ইন্টারভিউর প্রস্তুতি যেভাবে নেবেন
ইন্টারভিউর আগে ফোনের নেটওয়ার্ক বা ইন্টারনেট ঠিকভাবে কাজ করছে কি না, তা বারবার দেখে নিন।
বাসায় এমন জায়গা বেছে নিন যেখানে ফোনের নেটওয়ার্ক বা ইন্টারনেটের সংযোগ পেতে কোন ঝামেলা হয় না।
ফোনে পর্যাপ্ত ব্যালেন্স রাখুন যেন ইন্টারভিউর সময় টেকনিক্যাল ঝামেলা হলে আপনি নিজেই কল ব্যাক করতে পারেন।
হেডফোন আর মাউথস্পিকার পরীক্ষা করুন।
ফোন কল ইন্টারভিউর সময় বাসার অন্য কেউ যেন আপনার সাথে কথা বলতে না আসে, সে ব্যাপারে তাদেরকে জানান।
ভিডিও কল ইন্টারভিউর প্রস্তুতি যেভাবে নেবেন
ভিডিও কল ইন্টারভিউর আগে আপনার রুম গুছিয়ে নিন।
যেহেতু ভিডিও কল ইন্টারভিউতে নিয়োগদাতা আপনাকে সরাসরি দেখতে পান, সেহেতু গোছানো কোন জায়গাতে বসুন।
টেবিল বা ডেস্ক ব্যবহার করলে ভালো।
রুমে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করুন।
নিয়োগদাতার চোখে বাজেভাবে ধরা পড়ে এমন কোন কিছু ব্যাকগ্রাউন্ডে রাখবেন না। যেমন, ঝোলানো গামছা বা লুঙ্গি। পরিষ্কার দেয়ালের দিকে পিঠ রেখে বসার সুযোগ থাকলে ভালো।
পেশাদারি মনোভাব ফুটে ওঠে, এমন পোশাক পরুন।
ফোন বা কম্পিউটারের ক্যামেরা, হেডফোন আর মাউথস্পিকার কাজ করছে কি না, তা নিশ্চিত করুন।
ক্যামেরার সামনে কীভাবে বসলে নিয়োগদাতার সাথে কথা বলতে সুবিধা হবে, তা পরীক্ষা করে নিন।
ফোন ব্যবহারের ক্ষেত্রে টেবিল বা ডেস্কে এমনভাবে ফোন রাখুন যেন নিয়োগদাতা স্পষ্টভাবে আপনাকে দেখতে পান। এছাড়া, ফোনের রিংটোন সাইলেন্ট করে নিন।
আপনার সিভি ও সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্র হাতের নাগালে রাখুন। নিয়োগদাতা হুট করে দেখতে চাইতে পারেন।
ভিডিও কল ইন্টারভিউর সময় বাসার অন্য কেউ যেন হুট করে রুমের ভেতর ঢুকে না পড়ে বা ক্যামেরার সামনে এসে না দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকে জানিয়ে রাখুন।
রিমোট ইন্টারভিউর সময় কী করবেন?
পরিষ্কার গলায় স্পষ্টভাবে কথা বলুন। এতে করে আপনার আত্মবিশ্বাস নিয়ে নিয়োগদাতার মনে ভালো ধারণা তৈরি হবে।
কিছু শুনতে বা বুঝতে না পারলে জিজ্ঞাসা করে নিন।
ভিডিও কল ইন্টারভিউর সময় নিজেকে সাবলীলভাবে উপস্থাপন করুন।
তথ্যসূত্র : Kormo App - ক্যারিয়ারকী (CareerKi)