সিজিপিএ শর্ত শিথিল

আমরণ অনশনের ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের

প্রকাশ | ১৭ আগস্ট ২০২৩, ১৭:১৬

অনলাইন ডেস্ক
ছবি : ইন্টারনেট

সিজিপিএ শর্ত শিথিল করে মানোন্নয়ন পরীক্ষা নিয়ে পরবর্তী বর্ষে প্রমোশনের একদফা দাবি না মানলে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন সাত সরকারি কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ৩টায় নীলক্ষেত মোড়ে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এর আগে দুপুরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ইডেন কলেজে যান। সেখানে শিক্ষার্থীরা ইডেন কলেজের অধ্যক্ষ ও অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে শিক্ষার্থীদের প্রতিনিধি দলে থাকা তসলিম চৌধুরী সাংবাদিকদের বলেন, আমরা ইডেন কলেজের অধ্যক্ষ সমন্বয়ক মেডামের সঙ্গে বৈঠক করেছি। তিনি বলেছেন আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার মিটিং আছে। ওই মিটিংয়ে আমাদের বিষয়টি নিয়ে তিনি কথা বলবেন। বৈঠকে আমাদের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত না আসলে আগামী রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আমরা আমরণ অনশনে বসবো।

এর আগে দুপুর ১২টা থেকে নিউমার্কেটের ওভারব্রিজের ওপর জড়ো হতে থাকেন সাত কলেজের শিক্ষার্থীরা। এসব শিক্ষার্থী গতকালও এ একদফা দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছিল।