কান’এ প্রদর্শিত বাংলার ২ চলচ্চিত্র

প্রকাশ | ১৮ মে ২০১৬, ১৮:৪৩ | আপডেট: ১৮ মে ২০১৬, ১৯:০১

অনলাইন ডেস্ক

ফ্রান্সের কানে বসেছে ৬৯তম কান চলচ্চিত্র উৎসব। এর বাণিজ্যিক শাখা মার্কসে দু’ফিল্মে নিজ উদ্যোগে প্রিমিয়ার হলো বাংলাদেশের দু’টি ছবি।

মঙ্গলবার (১৭ মে) কান ফিল্ম ফেস্টিভ্যালের প্রধান ভবন প্যালেস দু’ফেস্টিভ্যাল এর প্যালেস- আইতে প্রদর্শিত হয়। কান চলচ্চিত্র উৎসবে সারা বিশ্ব থেকে আমন্ত্রিত প্রযোজক, পরিচালক, অভিনয় শিল্পী এবং সাংবাদিকদের কাছে বাংলাদেশের ‘অজ্ঞাতনামা’ ও ‘আয়নাবাজি’ এ দু’টি ছবি অত্যন্ত প্রশংসিত হয়েছে।

ইমপ্রেস টেলিফিল্মের নতুন চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’ ছবিটি পরিচালনা করেছেন তৌকির আহমেদ এবং কনটেন্ট ম্যাটারস লিমিটেড প্রযোজিত এবং হাফ স্টপ ডাউন লিমিটেড নির্মিত চলচ্চিত্র ‘আয়নাবাজি’ ছবিটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী।