বিষণ্নতা নিয়ে আত্মহত্যার বিরুদ্ধে শো করছেন সেলেনা

প্রকাশ | ০১ এপ্রিল ২০১৭, ১৯:১৫

অনলাইন ডেস্ক

গান নিয়ে লড়াই তো আছেই, প্রতিদিন বিষণ্নতার সঙ্গেও লড়াই করতে হচ্ছে মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজকে। এ সংগীতশিল্পী নিজের কাজ ও ব্যক্তিগত জীবন সামলাতে হিমশিম খাচ্ছেন।

এ সংগীতশিল্পী গেল বছর পুনর্বাসন কেন্দ্রে তার মানসিক স্বাস্থ্য চিকিৎসার জন্য গিয়েছিলেন। ২০১৫ সালে তার ‘অটো ইমিউন ডিজিজেস লুপাস’ ধরা পড়েছিল। সেলেনা বলেন, বিশ্বাস কর, এটা প্রতিদিনের যুদ্ধ।

এক সাক্ষাৎকারে বিষণ্নতা ও অবসাদের চিকিৎসা নিয়েও সেলেনা বলেছিলেন, জীবনে ভারসাম্য হলো মূল চাবিকাঠি। ধৈর্য ধর। নিজের প্রতি সদয় হও। এটা গুরুত্বপূর্ণ।

সেলেনা এখন তার নেটফ্লিক্স শো ‘১৩ রিজনস হোয়াই’ প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শো’টি কিশোরদের আত্মহত্যা প্রবণতা থেকে ফিরিয়ে আনতে উদ্বুদ্ধ করবে। প্রযোজক হিসেবে এটা তার প্রথম পদক্ষেপ। শোতে তিনি প্রধান চরিত্র হিসেবে থাকবেন না।

সূত্র : এমএসএন এন্টারটেইনমেন্ট