চলিচ্চত্র শিল্পী সমিতির নেতৃত্বে মিশা-জায়েদ

প্রকাশ | ০৬ মে ২০১৭, ১১:৫০ | আপডেট: ০৬ মে ২০১৭, ১২:২৪

অনলাইন ডেস্ক

ভোট শেষে রাতে অনেক নাটকীয় ঘটনার জন্ম হয় এবারের চলিচ্চত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে। মধ্যরাতে তো ভোট গণনাকক্ষে শাকিব খানের ঢুকে পড়াকে কেন্দ্র করে হট্টগোল বেধে যায়। শেষ পর্যন্ত সব নাটকীয়তার অবসান ঘটে ঠিক হয়ে গেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব।  

নির্বাচনের  মাধ্যমে জয়ী হয়ে আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর আর সাধারণ সম্পাদক জায়েদ খান। তারা ভোট পেয়েছেন যথাক্রমে ২৫৯ ও ২৭৯। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী সভাপতি পদে ওমর সানী ১৫৩ ভোট পেয়েছেন। অমিত হাসান পেয়েছেন ১৪৫ ভোট।

৬ মে (শনিবার) সকালে চলচ্চিত্র শিল্পী সমিতির ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর।

চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। প্যানেল তিনটি হলো ওমর সানী-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান এবং ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা। এর মধ্যে ওমর সানী-অমিত হাসান প্যানেল থেকে জয়ী হয়েছেন সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন এবং কোষাধ্যক্ষ পদে কমল আর কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে জেসমিন, ফেরদৌস, মৌসুমী ও সুশান্ত। ড্যানি সিডাক -ইলিয়াস কোবরা প্যানেল থেকে শুধু কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে জয়লাভ করেছেন নাসরিন। বাকি সব কটি পদেই জয়লাভ করেছেন মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন প্রথম অনুষ্ঠিত হয় ১৯৮৪ সালে। এবার ১৪তম নির্বাচন হয়েছে।

এক নজরে চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব

সভাপতি: মিশা সওদাগর
সাধারণ সম্পাদক: জায়েদ খান
সহসভাপতি নির্বাচিত হয়েছেন: রিয়াজ ও নাদের খান 
সহসাধারণ সম্পাদক: আরমান 
সাংগঠনিক সম্পাদক: সুব্রত 
আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক: মামনুন ইমন 
দপ্তর ও প্রচার সম্পাদক: জ্যাকি আলমগীর 
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: জাকির হোসেন 
কোষাধ্যক্ষ: কমল

কার্যনির্বাহী পরিষদের সদস্য
পপি, পূর্ণিমা, ফেরদৌস, মৌসুমী, অঞ্জনা, আলীরাজ, জেসমিন, নাসরিন, রোজিনা, সুশান্ত ও সাইমন সাদিক।