ফারুকীর জন্মদিন আজ

প্রকাশ | ০২ মে ২০১৬, ১৫:১০

অনলাইন ডেস্ক
মোস্তফা সরয়ার ফারুকী

নতুন প্রজন্মে ভিন্ন ধারার চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নাটক-বিজ্ঞাপন দিয়ে যাত্রা শুরু হলেও তিনি চলচ্চিত্র নির্মাণে জনপ্রিয়তা পেয়েছেন বেশ।

আজ এই নির্মাতার জন্মদিন। ১৯৭৩ সালের ২ মে ঢাকার নাখালপাড়াতে জন্মগ্রহণ করেন ফারুকী। ফেসবুক-মোবাইলে তিনি সিক্ত হচ্ছেন ভক্ত-অনুরাগীদের ভালোবাসা আর শুভেচ্ছায়।

মোস্তফা সরয়ার ফারুকী তার নিজস্ব ঢঙে নাটক, চলচ্চিত্র নির্মাণের তাগিদে তৈরি করেন ‘ছবিয়াল’ নামে একটি প্রোডাকশন হাউজ। এই হাউজের সদস্যরা নিজেদের ভাই-বেরাদর বলে পরিচয় দেন।

ফারুকী প্রথমে নাটক ও বিজ্ঞাপনে হাত পাকিয়েছেন। তবে নাটকের গল্প ও সংলাপের জন্য দারুণভাবে সমালোচিত হন ফারুকী। কিন্তু তরুণ প্রজন্মের কাছে তার রাতারাতি জনপ্রিয়তা তৈরি হয়। সেই সাফল্যে অনুপ্রাণীত হয়েই তিনি নাম লেখান চলচ্চিত্রে। তার প্রথম নির্মাণ ছিলো ‘ব্যাচেলর’। ভাষা ও সংলাপের জন্য ছবিটি সমালোচকদের কাছে নিন্দা কুড়ালেও তরুণ প্রজন্মের কাছে ভালোই সাড়া ফেলে। 

তারপর তিনি নির্মাণ করেন ‘মেড ইন বাংলাদেশ’। একে একে ধারাবাহিকতায় ফারুকী উপহার দিয়েছেন ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’ নামের চলচ্চিত্র। 

বর্তমানে ফারুকী নির্মাণ করছেন ‘ডুব’ নামের চলচ্চিত্র যেখানে অভিনয় করছেন বলিউডে বাঘা অভিনেতা ইরফান খান।