দ্বিতীয় সিজনের প্রথম চমক কোক স্টুডিও-র ‘মুড়ির টিন’

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৫

সাহস ডেস্ক

পার্বত্য অঞ্চলের ভাষায় গাওয়া গান ‘মুড়ির টিন’ প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুম। কোকা-কোলার আন্তর্জাতিক সঙ্গীত আয়োজন কোক স্টুডিও-র বাংলাদেশি সংস্করণের এই গানটিতে স্থান পেয়েছে চট্টগ্রাম, সিলেট ও খুলনার আঞ্চলিক ভাষা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দেশের ছয়টি স্থানে বিশেষ স্ক্রিনিংয়ের মাধ্যমে নতুন মৌসুমের প্রথম গানটি প্রকাশ করে তারা। গানটি অনলাইন প্লাটফর্ম ইউটিউবে আপলোডের ২৪ ঘন্টার মধ্যে ১০ লাখের বেশি ভিউ হয়েছে।

বিশেষ প্রদর্শনীর একটি আয়োজিত হয় রাজধানীর রবীন্দ্রসরোবরে। ১২টি গান দিয়ে সাজানো হয়েছে কোক স্টুডিও-র এবারের মৌসুম। তবে প্রথম মৌসুমের ১১টি গানের ম্যাশআপের সঙ্গে নাচের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এই প্রদর্শনী অনুষ্ঠানে হাজারো তরুণ তরুণীদের ঢল দেখা যায়। অনুষ্ঠান শুরুর অনেক আগে থেকেই রবীন্দ্রসরোবর ছিলো লোকে লোকারণ্য। এ ছাড়া ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) এলাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং সিলেটের হজরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সাস্ট) উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বাংলাদেশের মানুষের কথ্য সব ভাষাকে সম্মান জানানোর উদ্দেশে ফেব্রুয়ারি মাসে এই গানটি প্রচার করা হয়েছে। অন্যদিকে লোকাল বাসের আরেক নাম ‘মুড়ির টিন’। প্রাণচাঞ্চল্যে ভরপুর এই গানে উঠে এসেছে জ্যামে আটকে পড়া তরুণদের গল্প।

বিশেষ প্রদর্শনী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোক স্টুডিও বাংলার সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব ও সংগীতশিল্পী প্রীতম হাসান। অর্ণব বলেন, ‘‘মুড়ির টিন’ একটি দারুণ মজার ও প্রাণবন্ত গান। এমন একটি গান দিয়েই আমরা দ্বিতীয় সিজন শুরু করতে চাচ্ছিলাম। তরুণ, প্রতিভাবান এই শিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটি ছিল চমৎকার। আশা করছি, দর্শক-শ্রোতারা গানটি পছন্দ করবেন আর বছরজুড়ে আমাদের সঙ্গেই থাকবেন।’

১২টি গান দিয়ে সাজানো কোক স্টুডিও-র দ্বিতীয় মৌসুম বছরজুড়ে বিভিন্ন সময়ে গানগুলো প্রকাশ করা হবে বলে জানিয়েছে কোক স্টুডিও কর্তৃপক্ষ। এই মৌসুমে দর্শক-শ্রোতাদের বৈচিত্র্যময় নতুন সব গান উপহার দেওয়াই কোক স্টুডিও বাংলার লক্ষ্য। প্রথম মৌসুমে প্রতিটি গানেই দুজন শিল্পী ছিলেন। কিন্তু এই মৌসুমের একেকটি গান করবেন একাধিক শিল্পী। প্রথম গানেই কণ্ঠ দিয়েছেন তিন শিল্পী পল্লব, তৌফিক আহমেদ ও রিয়াদ হাসান। শিল্পী রিয়াদ হাসান বলেন, ‘কোক স্টুডিও বাংলা-য় অংশ নেওয়া আমার জন্য একটি স্বপ্নের মতো ছিল। আশা করছি, এই গান অনেকদিন ধরে সবার মুখে মুখে থাকবে।’

পল্লব বলেন, ‘কোক স্টুডিও-র মতো বড় একটি প্ল্যাটফর্মে সিলেট ও সিলেটি ভাষাকে সবার সামনে তুলে ধরার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। এই গানের সুর সবার মনে দোলা দিয়ে যাবে বলে আমি আশাবাদী।’

গত বছর ‘একলা চলো’ গান দিয়ে পথচলা শুরু করে কোক স্টুডিও বাংলা। আর দ্বিতীয় গান ‘নাসেক নাসেক’ দিয়ে সাড়া ফেলে দেয় তারা, পুরো দেশে জনপ্রিয়তা পায় কোক স্টুডিও বাংলা। বছরজুড়ে বিভিন্ন গানের সঙ্গে বৈচিত্র্যময় সুর ও বাদ্যযন্ত্রের ফিউশনে মুগ্ধতা ছড়িয়েছে তারা। গত মৌসুমের সবচেয়ে জনপ্রিয় গান ছিল নিগার সুমী আর জালালী সেটের ‘ভবের পাগল’। গানটি ইউটিউবে দুই কোটিবারের বেশি শোনা হয়েছিল।

সাহস২৪.কম/এআর/এএম.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত