নতুন করে ২৫০ হলকে ডিজিটাল করার ঘোষণা দিলো জাজ মাল্টিমিডিয়া

প্রকাশ | ১০ মে ২০১৬, ১০:৪৫

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নতুন করে ২৫০ সিনেমা হলকে ডিজিটাল করার সিদ্ধান্ত নিয়েছে। রোজার ঈদের আগেই সমস্ত কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন এর কর্ণাধার আব্দুল আজিজ। শুধু তাই নয়, হলগুলোকে কেডিয়াম ভিত্তিক এম্প্রিক্টেড-এর আওতায় আনা হবে। এর ফলে আর কেউ চাইলেই সিনেমা পাইরেসি করতে পারবেনা

আজিজ বলেন, 'প্রথম থেকে্ই আমি চলচ্চিত্রের ভালো চেয়েছি। আর কোন গোপন সিন্ডিকেটের হাতে জিম্মি না থেকে কিভাবে এদেশীয় চলচ্চিত্রকে আরও বাণিজ্য বান্ধব করা যায় সেই পরিকল্পনা করেছি। দেশের প্রথম ১০০ হলকে ডিজিটাল করেছে জাজ। এবার নতুন করে ২৫০ হল এর আওতায় আসছে। এতে করে বাজার বাড়বে। একসঙ্গে অন্তত ২০০ হলে ছবি মুক্তি দিতে পারবেন প্রযোজকরা। প্রথম সপ্তাহেই মূলধন ফেরতের নিশ্চয়তাও পাবেন তারা।'

এছাড়া লগ্নি তুলে আনার জন্য উদ্যোগ নিয়েছে জাজ। কমানো হয়েছে হলের সার্ভার ভাড়া। -

প্রথম সপ্তাহেঃ
এ - ক্যাটাগরি -  ৪৫টি সিনেমা হল হলে প্রতিটি - ১০,০০০ টাকা
বি - ক্যাটাগরি - ২৫টি সিনেমা হল হলে প্রতিটি - ৮,০০০ টাকা
সি - ক্যাটাগরি - about ৫৫টি সিনেমা হল - ৬,০০০ টাকা
ডি - ক্যাটাগরি -  ১২৫টি সিনেমা হল হলে প্রতিটি - ৫,০০০ টাকা

দ্বিতীয় ও পরবর্তী সপ্তাহঃ
এ ও বি - ৫,০০০ টাকা
সি ও ডি - ৩ হাজার টাকা