‘কেজিএফ’-এর রেকর্ড ভাঙতে পারে ‘কবজা’

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩, ১২:৪১

বিনোদন ডেস্ক

গেলো কয়েক বছরে কন্নড় সিনেমায় যেন একধরনের বিপ্লব হয়েছে। দক্ষিণ ভারতের তুলনামূলক কম পরিচিত এই সিনেমা ইন্ডাস্ট্রি উপহার দিয়েছে ‘কেজিএফ’, ‘কেজিএফ ২’, ‘৭৭৭ চার্লি’, ‘কানতারা’র মতো সিনেমা। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ধারণা, শুক্রবার (১৭ মার্চ) প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘কবজা’ হতে যাচ্ছে নতুন কন্নড় ব্লকবাস্টার ছবি, যা ‘কেজিএফ’-এর বক্স অফিস রেকর্ড ভেঙে দিতে পারে। ‘কবজা’ প্যান–ইন্ডিয়া কন্নড় ছবি। ভারতের চার হাজারের বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। কন্নড় তো বটেই, ছবিটি দেখা যাবে হিন্দি, তেলেগু, তামিল ও মালয়ালম ভাষায়ও।

মুক্তির আগে ১৪ মার্চ বেঙ্গালুরুতে ছবির প্রচারে এসে ‘কবজা’র নির্মাতা ছবিটির সাফল্যের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। ছবির প্রধান তিন চরিত্রে দেখা যাবে উপেন্দ্র, শ্রিয়া শরণ ও সুদীপকে। ছবিটির প্রযোজক আর চান্দ্রু বলেন, ‘কেজিএফ’-এর সাফল্য দেখেই বড় বাজেটের প্যান-ইন্ডিয়া সিনেমা বানানোর সাহস পেয়েছেন তিনি।

অনেক ভারতীয় গণমাধ্যম এর মধ্যেই ‘কবজা’কে ভারতীয় সিনেমার ‘নেক্সট বিগ থিং’ বলে আখ্যা দিয়েছে। ১২০ কোটি রুপি বাজেটের ছবিটি পিরিয়ড অ্যাকশন ঘরানার। ছবিটির টিজার, ট্রেলার মুক্তির পর ব্যাপক দর্শকপ্রিয় হওয়ায় নির্মাতা ভাবছেন, মুক্তির পরও ছবিটিকে ভালোভাবে গ্রহণ করবেন দর্শকেরা। তবে ‘কবজা’ নিয়ে সমালোচনা আছে। অনেকেই ছবির অ্যাকশন স্টাইল, সম্পাদনা, আবহ সংগীতের সঙ্গে ‘কেজিএফ’-এর বড্ড বেশি মিল দেখছেন। অনেক সমালোচক আশঙ্কা করছেন, নতুন কিছু দিতে না পারলে দর্শক টানতে ব্যর্থ হতে পারে ‘কবজা’।

মুক্তির আগেই অবশ্য ‘শাজাম’ চ্যালেঞ্জের মুখে পড়েছেন ‘কবজা’ নির্মাতারা। ‘কবজা’র সঙ্গে একই দিন ভারতে মুক্তি পাচ্ছে ডিসি কমিকসের ছবি ‘শাজাম! ফিউরি অব গডস’। এ জন্য শুরুতে ছয় হাজার হল পাওয়ার কথা থাকলেও পরে তা চার হাজারে নেমে এসেছে।

উল্লেখ্য, প্রেক্ষাগৃহে ‘কবজা’ ভালো না চললেও অবশ্য বিনিয়োগ ওঠাতে তেমন অসুবিধা হবে না নির্মাতাদের। কারণ, মুক্তির আগেই প্রায় ১৫০ কোটি রুপিতে ছবিটির ওটিটি স্বত্ব বিক্রি করেছেন প্রযোজক।

সাহস২৪.কম/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত