স্বাধীনতার মাসে ওয়ারফেজের ‘মা’

প্রকাশ | ১৭ মার্চ ২০২৩, ১৬:২৩ | আপডেট: ১৭ মার্চ ২০২৩, ১৬:৩১

বিনোদন প্রতিবেদক

২০২৩ সালে নিয়মিত গান উপহার দেবেন। ভক্তদের অনুরোধে সাড়া দিয়ে গত বছর এমন কথা দিয়েছিল ওয়ারফেজ। বছরের তৃতীয় মাসে এসে কথা রাখতে চলেছে ব্যান্ডটি। স্বাধীনতার মাসে নিয়ে আসছে নতুন গান ‘মা’।

প্রয়াত গীতিকার নঈম গহরের কথায় গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন বাবনা করিম। গানটি প্রযোজনা, সংগীতায়োজন ও পরিবেশনা করেছে ওয়ারফেজ, রেকর্ড লেভেল ও লয় রেকর্ডস। ২২ মার্চ ওয়ারফেজ ও লয় রেকর্ডসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে।

স্পটিফাই, আইটিউনসসহ অন্যান্য অডিও প্ল্যাটফর্মেও গানটি শোনা যাবে। এর আগে ১৯ মার্চ স্বাধীন মিউজিক অ্যাপে সারা বিশ্বের শ্রোতাদের জন্য গানটির অডিও প্রকাশ করবে ওয়ারফেজ। তিন দিনের জন্য এই অ্যাপে গানটি শোনা যাবে।

উল্লেখ্য, ১৯৮৪ সালের ৬ জুন যাত্রা শুরু করে ওয়ারফেজ। দীর্ঘ ৩৯ বছরে ‘অসামাজিক’, ‘জীবনধারা’, ‘অবাক ভালোবাসা’, ‘মৌনতা’, ‘তোমাকে’, ‘মহারাজ’, ‘কৈশোর’–এর মতো জনপ্রিয় নতুন গান ‘মা’ উপহার দিয়েছে তারা।

সাহস২৪.কম/এনএম