চলে গেলেন ‘জন উইক’ খ্যাত অভিনেতা ল্যান্স রেডডিক
প্রকাশ | ১৮ মার্চ ২০২৩, ১৫:০৭ | আপডেট: ১৮ মার্চ ২০২৩, ১৫:৫৭

মারা গেছেন ‘দ্য ওয়ার’ এবং ‘জন উইক’ খ্যাত অভিনেতা ল্যান্স রেডডিক। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬০ বছর। পুলিশ জানিয়েছে, শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ল্যান্সের লাশ তার স্টুডিও সিটির বাড়িতে পাওয়া গেছে। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে স্বাভাবিকভাবেই তিনি মৃত্যুবরণ করেছেন বলে পুলিশ ধারণা করছেন।
৬০ বছর বয়সী ল্যান্স তার ২৫ বছরের অভিনয় ক্যারিয়ারে এক ডজনেরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ল্যান্স 'জন উইক' ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তিতেও অভিনয় করেছেন।
ল্যান্স রেডডিক যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে জন্মগ্রহণ করেন। তিনি রচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীত ডিগ্রি অর্জন এবং ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে এমএফএ লাভ করেন।
সাহস২৪.কম/এনএম