মধ্যরাতে গুলশান থানায় শাকিব খান

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ১৪:৫৪

বিনোদন প্রতিবেদক

রাজধানীর গুলশান থানায় ভুয়া প্রযোজকের বিরুদ্ধে মামলা করতে হাজির হয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। শনিবার (১৮ মার্চ) রাতে গুলশান থানায় যান তিনি।

গেলো বুধবার (১৫ মার্চ) শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ ও ধর্ষণের মতো বিস্ফোরক অভিযোগ নিয়ে চলচ্চিত্রের তিন সমিতিতে অভিযোগ করেন ‘অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ। লিখিত অভিযোগে তিনি দাবি করেন, অস্ট্রেলিয়ায় ধর্ষণের অভিযোগে শাকিব গ্রেপ্তারও হয়েছিলেন। শাকিবের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান পুলিশ তদন্ত করেছে এবং প্রয়োজনে এ সম্পর্কিত নথি তিনি সরবরাহ করবেন।

তার ওই অভিযোগে শাকিবের ঠিক সময়ে শুটিংয়ে না আসা, ব্যয়বহুল যৌনাচার আর নারী সহপ্রযোজককে ধর্ষণের বিস্তারিত তথ্যও উল্লেখ করেন। যদিও অভিযোগের পরদিন বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর একটি রেস্তোরাঁয় বিরোধ মেটাতে আলোচনায় বসেছিলেন শাকিব খান, প্রযোজক খোরশেদ আলম খসরু ও রহমত উল্লাহ।

এ প্রসঙ্গে প্রযোজক খোরশেদ আলম খসরু জানিয়েছিলেন, ‘শাকিব খানের সঙ্গে ওই প্রযোজকের দ্বন্দ্ব সমাধান করতে আমরা আলোচনায় বসেছিলাম। কিন্তু এখনও তা মেটেনি। চেষ্টা করা হচ্ছে দ্বন্দ্ব মেটানোর।’

সাহস২৪.কম/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত