সিগারেট হাতে বিগ বস মঞ্চে সালমান খান

প্রকাশ | ১৯ জুলাই ২০২৩, ১০:৫২

অনলাইন ডেস্ক
‘বিগ বস ওটিটি টু’-এর সঞ্চালনার সময় সালমানের হাতে জলন্ত সিগারেট দেখা যায়। ছবি: সংগৃহীত

জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বসে সিগারেট হাতে সঞ্চালনা করে নেটিজেনদের সমালোচনা মুখে পড়েছে সালমান খান। এ নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। 

ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮-এর খবরে জানানো হয়, বিগ বস ওটিটির দ্বিতীয় সিজনের একটি পর্বে সিগারেট হাতে সঞ্চালনা করতে দেখা যায় সালমন খানকে। যা সামাজিক মাধ্যমে ভাইরাল। তারপর থেকে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন সালমান।

সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা বলছেন, বিগ বসের ঘরে সবসময় ভারতীয় সংস্কার ও পারিবারিক মূল্যবোধ নিয়ে নৈতিকতার পাঠ দিতে শোনা যায়। সেখানে অভিনেতা নিজেই এমন কাজ করবেন, তা কেউই ভাবতে পারেননি।

অভিনেতার এমন আচরণ দেখে রীতিমতো ক্ষুব্ধও হয়েছেন নেটিজেনরা।

এদিকে সিগারেট হাতে সালমনের শো-এর ছবি ভাইরাল হওয়ার পর থেকেই জল্পনায় শোনা যাচ্ছে, সমালোচনার জন্যই নাকি বিগবস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। সত্যিই কি ছেড়ে দিচ্ছেন ভাইজান?

শো-এর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এর কোনও সত্যতা নেই। আপকামিং উইকেন্ড কাভার এপিসোডটি হোস্ট করবেন সালমন খান।