ক্ষুধার কারণে মারা যাচ্ছে হাজার হাজার পেঙ্গুইন বাচ্চা

প্রকাশ | ১৪ অক্টোবর ২০১৭, ১০:৪৫

অনলাইন ডেস্ক

সমুদ্রে বরফের অত্যাধিক পুরুত্বের কারণে এন্টার্কটিকা এলাকায় মায়েদের খাদ্য সংগ্রহ সংকটে হাজার হাজার পেঙ্গুইন বাচ্চা অনাহারে মারা যাচ্ছে। পরিবেশবিদরা একে পেঙ্গুইন প্রজনন প্রক্রিয়ায় বিপযর্য় বলে অভিহিত করেছেন।

ফ্রান্সের এক বিজ্ঞানী ইয়ান রোপার্ট কাউডার ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফাউন্ডেশনের বিশ্বব্যাপী প্রকৃতি রক্ষাকারী অনুদান সংস্থার সহযোগিতায় পূর্ব এন্টার্কটিকা এলাকায় ২০১০ সাল থেকে ১৮ হাজার জোড়া আ্যাডেলি পেঙ্গুইনের একটি দলের ওপর গবেষণা করে এ তথ্য জানিয়েছেন।

তিনি চলতি বছরের প্রথমদিকে দেখতে পান যে ১৮ হাজার জোড়ার পেঙ্গুইনের প্রজননকৃত বাচ্চাদের মধ্যে মাত্র দুটি বাচ্চা বেঁচে থাকতে সক্ষম হয়েছে। অত্যাধিক পুরু বরফের আস্তরণের কারণে মা পেঙ্গুইনকে খাদ্য সংগ্রহর জন্য দুরে চলে যেতে হয়, আর এদিকে ক্ষুধায় খাবারের অপেক্ষা করতে করতে বাচ্চাদের মৃত্যু ঘটে।

বিজ্ঞানী কাউডার বলেন, পরিবেশগতগত পরিবর্তনের কারণে খাবার সংগ্রহের সময়ের তারতম্য ঘটে যাওয়ায় এই বিপর্যয় ঘটছে।