গ্রামবাসীর ধাওয়ায় প্রাণ হারালো নীলগাই!

প্রকাশ : ০২ জুলাই ২০২১, ২২:১০

সাহস ডেস্ক
আলোকচিত্র : সংগৃহীত

সীমান্ত এলাকায় ফসলের খেতে অপরিচিত একটি প্রাণি দেখতে পান স্থানীয়রা। পরে এটিকে ধরতে ধাওয়া করেন তারা। তাদের ধাওয়ার একপর্যায়ে ক্লান্ত হয়ে লোকালয়েই প্রাণ হারায় বাংলাদেশে অতি বিরল নীলগাইটি।

আজ ২জুলাই (শুক্রবার) দুপুরে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের মুক্তারবস্তি এলাকায় এভাবেই গ্রামবাসীর তাড়া খেয়ে মারা যায় প্রাণিটি। মারা যাওয়া প্রাণিটি নীলগাই বলে নিশ্চিত করেছেন রানীশংকৈল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মদন কুমার রায়।

স্থানীয় ও গণমাধ্যম সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে নীলগাইটি ওই এলাকার ফসলের খেতে ঘোরাঘুরি করছিল। গ্রামবাসীর নজরে এলে তাঁরা  আজ দুপুর ১২টার দিকে নীলগাইটিকে ধরার চেষ্টা করেন। গ্রামবাসীর ধাওয়া খেয়ে নীলগাইটি  হামিদুর রহমান নামের এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির ভেতরে আশ্রয় নেয়। পরে স্থানীয় মানুষ প্রাণীটিকে ঘিরে ফেললে জানালা দিয়ে বাইরে লাফিয়ে পড়ে। এতে আঘাত পায় প্রাণিটি। খবর পেয়ে প্রাণিসম্পদ বিভাগের ওই এলাকার লাইভস্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) আকবর আলী ঘটনাস্থলে ছুটে যান। তিনি নীলগাইটিকে সুস্থ করে তুলতে চেষ্টা শুরু করেন। কিন্তু একসময় প্রাণিটির দেহ নিথর হয়ে যায়।

প্রাণিসম্পদ কর্মকর্তা মদন কুমার রায় বিভিন্ন গণমাধ্যমকে জানান, “গ্রামবাসীর তাড়া খেয়ে প্রাণপণ দৌড়ানোর কারণে প্রাণিটি ক্লান্ত হয়ে পড়েছিল। বাড়ির জানালা দিয়ে বাইরে লাফাতে গিয়ে আঘাত পেয়ে মাটিতে পড়ে যায় নীলগাইটি। সেখানেই হার্ট অ্যাটাকে মারা গেছে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।”

উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, নীলগাই বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় একটি বন্য প্রাণি। গাই হিসেবে পরিচিত হলেও নীলগাই কখনোই গরুশ্রেণির নয়; বরং এটি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ হরিণবিশেষ প্রাণী।  ভারতের উত্তরাঞ্চলের হিমালয় পর্বতমালার পাদদেশ থেকে কর্ণাটক অঞ্চল পর্যন্ত এবং নেপাল ও  পাকিস্তানের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় নীল গাইয়ের দেখা মেলে। চীনেও নীলগাই পাওয়া যায়।  দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের মাঠেঘাটে একসময় নীলগাইয়ের দেখা মিলত। এখন দেখা যায় না। 

এর আগে গত ১৭ মার্চ ২০২১ তারিখে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের খচপাড়া এলাকা এলাকাবাসীর ধাওয়ায় ক্লান্ত হয়ে শ্বাসকষ্টে  প্রাণ হারায় অতি বিরলি আরো একটি নীলগাই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত