বন্যার্তদের সহায়তায় বরাদ্দ দিল যুক্তরাজ্য

প্রকাশ : ২২ জুন ২০২২, ১৯:২৬

সাহস ডেস্ক

সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজার হাজার মানুষ। এ সংকটের মুখে সহায়তার হাত বাড়িয়েছে যুক্তরাজ্য। চার লাখ ৪২ হাজার ৫৪৮ পাউন্ড অর্থ্যাৎ পাঁচ কোটি টাকার বেশি জরুরি তহবিল বরাদ্দ দিয়েছে দেশটির সরকার। এ নিয়ে সাম্প্রতিক বন্যায় ত্রাণ প্রচেষ্টায় যুক্তরাজ্যের অবদান ছয় লাখ ৩৬ হাজার ৫৪৮ পাউন্ডে (সাত কোটি টাকার বেশি) পৌঁছেছে।

বুধবার (২২ জুন) বাংলাদেশে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জাভেদ প্যাটেল বলেছেন, বাংলাদেশে এ বছর বন্যার ফলে তারা যে ধ্বংসযজ্ঞ দেখেছে তা দুঃখজনক। তিনি আরও বলেন, যে নতুন জরুরি তহবিল দেওয়া হয়েছে- নগদ সহায়তা, আশ্রয় ব্যবস্থাপনা, পানি, স্যানিটেশন ও শিক্ষা উপকরণের মাধ্যমে সবচেয়ে ঝুঁকিপূর্ণদের সহায়তা করার জন্য ব্যবহার করা হবে। যুক্তরাজ্যের অর্থায়ন স্টার্ট ফান্ড বাংলাদেশের মাধ্যমে বরাদ্দ করা হয়েছে এবং কারিতাস বাংলাদেশ, ক্রিশ্চিয়ান এইড, ভলান্টারি অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মাধ্যমে সরবরাহ করা হবে।

সাহস২৪.কম/এসটি/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত