কয়রায় ওয়াপদার বেড়িবাঁধে ভাঙন

প্রকাশ : ১০ নভেম্বর ২০২২, ১৫:৫০

শেখ নাদীর শাহ্,খুলনা

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়ানাধীন শাকবেড়িয়া নদীতে ভাটির টানে ওয়াপদার বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে উপজেলার আংটিহারা গ্রামের খাশিটানায় জনৈক হারুন গাজীর বাড়ীর পাশ্ববর্তী স্থানে ২০০ মিটারের মত বেড়িবাঁধ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তবে ভাটির সময় ভাঙন লাগায় লোকালয়ে এখন পর্যন্ত পানি প্রবেশ করেনি।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোর রাতে ভাটির সময় ওয়াপদার বেড়িবাঁধে ভাঙন দেখে তাৎক্ষণিক স্থানীয়রা নিজেদের ঘরবাড়ি-ফসল রক্ষা করতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রিং বাঁধের কাজ শুরু করেছেন।

এব্যাপারে স্থানীয়রা জানান, ভোর রাতে শাকবেড়িয়া নদীতে ভাটির টানে বেড়িবাঁধের ভাঙনে অন্তত ২শত মিটারের মত জায়গা তাৎক্ষণিক নদীতে বিলীন হয়ে গেছে। তবে দ্রুত বাঁধ মেরামত না করলে জোয়ারে ঘর বাড়ি সহ ফসলি জমি শাকবেড়িয়া নদীর পানিতে তলিয়ে যাবে বলেও আশঙ্কা করছেন তারা।

এব্যাপারে দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম খান বলেন, রাতের জোয়ারে বেড়িবাঁধে ফাটল ধরেছিলো, ভোর বেলা ভাটির টানে ২০০ মিটারের মত জায়গা নদীগর্ভে বিলীন হয়েছে। জোয়ারের পানি আটকানোর জন্য সকাল থেকে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে রিংবাঁধের কাজ চলছে।

এ ব্যাপারে জানতে পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোঃ লেয়াকত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভাংগনের খবরে ঘটনাস্থলে যাচ্ছেন। তবে সাতক্ষীরা থেকে আসতে অনেক সময়ের ব্যাপার। তাই এখনো পৌঁছাতে পারেননি । ঘটনাস্থলে পৌঁছে সেখানকার অবস্থা জানাতে পারবেন বলেও জানান তিনি।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত