শাটডাউনের প্রথমদিন: হাতিয়ার প্রধান সড়কে ভ্রাম্যমাণ আদালতের গাড়ী

প্রকাশ : ০১ জুলাই ২০২১, ১৯:৪৯

তাজুল ইসলাম তছলিম

সারাদেশে পালিত ৭ দিনের কঠোর শাটডাউনের প্রথম দিনের কার্যক্রম পালিত হয়েছে নোয়াখালীরদ্বীপ উপজেলা হাতিয়ায়। এজন্য সকাল থেকে আইন শৃংখলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মত। তবে রাস্তায় ছিলনা কোন যানবাহন।

সকাল ৭টা থেকে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম উপজেলার প্রধান সড়কে অবস্থান নেয়। এসময় কোন যৌক্তিক কারণ ছাড়া রাস্তায় বের হওয়ায় অনেককে দিতে হয়েছে জরিমানা।

সকালে উপজেলার সদর ওচখালী মোড়ে ৪ পথচারীকে ২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া চায়ের দোকান খোলা রেখে মানুষকে বসার ব্যবস্থা করে দেওয়ায় খাসেরহাট, বাদেরগোড়া ও ওচখালী ও চৌমুহনী বাজারে ৫ দোকানীকে ৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এসময় পুলিশের দুটি টিমসহ হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব কান্তি রুদ্রর নেতৃত্বে দুটি টিম মাঠে কাজ করে।

এর আগে গতকাল বুধবার রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে লকডাউনের বিষয়ে মাইকিং করানো হয়। হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় এখানে নৌ-বাহিনী শাটডাউন বাস্তবায়নে কাজ করবে। এজন্য নৌ-বাহিনীর একটি টিম জাহাজ নিয়ে নলচিরাঘাটে এসে পৌঁছেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত