করোনা: বিশ্বে আক্রান্ত ২৮ লাখ

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪২

সাহস ডেস্ক

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় কিছুটা নিম্নমুখী সংক্রমণ ও মৃত্যুতে গ্রাফ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৯০ হাজার ১৯৯ জন এবং মৃত্যু হয়েছে ১১ হাজার ২৩৫ জন।

আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ কোটি ১২ লাখ ৬১ হাজার ৫১৮ জন। এরমধ্যে মৃত্য হয়েছে ৫৭ লাখ ৪৩ হাজার ৬০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ কোটি ১ লাখ ৫৯ হাজার ৫১ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৩০৬ জন এবং মারা গেছেন ২ হাজার ৬০৬ জন। ব্রাজিলে মারা গেছেন ১ হাজার ৬৮ জন এবং আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ২৯৮ জন। ভারতে মৃত্যু ১ হাজার ৫৬ জন এবং আক্রান্ত ১ লাখ ২৫ হাজার ৯৪১ জন। জার্মানিতে আক্রান্ত ২ লাখ ৩৫ হাজার ৫১১ জন এবং মৃত্যু ১৬৫ জন। ফ্রান্সে আক্রান্ত ২ লাখ ৪১ হাজার ৪৯ জন এবং ‍মৃত্যু ৩৫৫। রাশিয়ায় আক্রান্ত ১ লাখ ৬৮ হাজার ২০১ জন এবং ‍মৃত্যু ৬৮২ জন। তুরস্কে আক্রান্ত ১ লাখ ১১ হাজার ১৫৭ জন এবং মৃত্যু ৬৮২ জন। জাপানে আক্রান্ত ১ লাখ ৩ হাজার ৩৮ জন এবং মৃত্যু ৯০ জন এবং যুক্তরাজ্যে আক্রান্ত ৮৪ হাজার ৫৩ জন এবং মৃত্যু ২৫৪ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত