ঢামেকের পুরাতন ভবনের সিঁড়িতে মানুষের ভ্রূণ!

প্রকাশ : ২৮ মে ২০২২, ২০:৫৪

সাহস ডেস্ক

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) পুরাতন ভবনের ঢাল সিঁড়ি থেকে আংশিক মাথা ও হাতসহ মানবদেহের ভ্রূণ পাওয়া গেছে। শনিবার (২৮ মে) বিকেলে হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় ওঠার ঢাল সিঁড়িতে ভ্রূণটি পড়ে ছিল। সেটি দেখে জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমানকে খবর দেওয়া হয়। তিনি গিয়ে নিয়ম অনুসারে ভ্রূণটি উদ্ধার করেন।

জিল্লুর রহমান বলেন, ‘কে বা কারা ভ্রূণটি ফেলে গেছে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে হাসপাতালে অন্তঃসত্ত্বা কোনো নারীর গর্ভপাত হয়েছে। তিনিই হয়ত ভ্রূণটি ফেলে গেছেন। এতে আংশিক মাথা ও হাত থাকলেও ভালোভাবে বোঝা যাচ্ছে না। ভ্রূণটি সরিয়ে ফেলা হয়েছে।’

হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ‘পুরাতন ভবনের দ্বিতীয় তলায় ওঠার ঢাল সিঁড়ি দিয়ে ২৪ ঘণ্টাই লোকজন চলাচল করে। রোগী, তাদের স্বজন ও হাসপাতালের লোকজন সিঁড়িটি ব্যবহার করেন। সেখানে কীভাবে মানব ভ্রূণ পাওয়া গেল, তা খুঁজে বরে করার চেষ্টা চলছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত