ডেঙ্গু আক্রান্ত ৭০ রোগী হাসপাতালে চিকিৎসাধীন

প্রকাশ : ০৪ জুন ২০২২, ১৯:৪৯

সাহস ডেস্ক

দেশজুড়ে এডিশ মশাবাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে সর্বমোট ডেঙ্গু আক্রান্ত ৭০ রোগী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, ডেঙ্গুতে আক্রান্ত হওয়া নতুন ১৩ জন রোগীই ঢাকা বিভাগের। আক্রান্তদের মধ্যে ঢাকার ৪৭টি সরকরি ও বেসরকারি হাসপাতালে ৬৮ জন ভর্তি আছেন। ঢাকার বাইরে ভর্তি আছেন দুইজন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, চলতি বছরের শুরু থেকে শুক্রবার  (০৩ জুন) পর্যন্ত ৪১১ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৩৪১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত