বুস্টার ডোজ নিতে কাউকে বাধ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ : ১৬ জুন ২০২২, ১৬:৫৭

সাহস ডেস্ক

যারা এখনও করোনার বুস্টার ডোজ নেননি, তাদেরকে শিগগিরই টিকা নিতে আহ্বান করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে টিকার বুস্টার বা তৃতীয় ডোজ নিতে কাউকে বাধ্য করা হবে না বলে জানিয়ে তিনি বলেছেন, ‘স্বাস্থ্যের বিষয় কোনো কিছু চাপিয়ে দেওয়ার বিষয় নেই। এটা স্বাধীন দেশ, এ দেশের সব নাগরিকের স্বাধীন চিন্তা রয়েছে। আমাদের দায়িত্ব তাদের অবহিত করা।’ বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে সচিবালয়ে ওষুধ শিল্প সমিতির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

করোনায় মৃত্যুঝুঁকি কমাতে সবাইকে বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যারা বুস্টার এখনও নেন নাই তারা বুস্টার নেবেন। বুস্টার নিলে আপনি সুরক্ষিত থাকবেন। মৃত্যুঝুঁকি নেই বললেই চলে, যারা বুস্টার ডোজ নিয়েছেন। তাই আমরা আহ্বান জানাব যে যারা নেননি, অতি শিগগিরই নিয়ে নেবেন।’

মন্ত্রী বলেন,‘টিকা নিলে কী সুবিধা আছে, কী অসুবিধা আছে, সে বিষয়গুলো আমরা তুলে ধরি। বাকি সিদ্ধান্ত তার নিজের। এখানে চাপিয়ে দেওয়ার কোনো বিষয় নেই। আমরা সেটা চাপিয়ে দিতে পারব না।’

করোনার টিকার বুস্টার ডোজ নিতে অনেকের মধ্যে অনীহা রয়েছে, তাদের টিকা নিতে বাধ্য করা হবে কি না- প্রশ্ন করা হলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যের বিষয় কোনো কিছু চাপিয়ে দেওয়ার বিষয় নেই। এটা স্বাধীন দেশ, এ দেশের সব নাগরিকের স্বাধীন চিন্তা রয়েছে। আমাদের দায়িত্ব তাদের অবহিত করা।’

সাহস২৪.কম/এআর/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত