ভাষার মাসে ডকুমেন্টারি ফিল্ম ‘একুশ অমর’

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৮ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩৭

২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে নির্মিত হয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘একুশ অমর’। চলচ্চিত্রটিতে ১৯৪৭-এ দেশ ভাগ থেকে ১৯৫২’র ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাঙালি জীবনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাগুলো ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে।

অনুস্বার এর পরিবেশনায় ‘একুশ অমর’ ফিল্ম-এর পরিকল্পনা ও পরিচালনা করেছেন জয় কর্মকার।

নির্মাতা জয় জানান, ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থেকেই ‘একুশ অমর’ চলচ্চিত্রটি নির্মিত। দেশের মানুষ নিজের মায়ের ভাষার ইতিহাস জানবে এটাই আমাদের প্রত্যাশা।