৩৬৩ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিআইডব্লিউটিএ

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২২, ১৪:৪৮

সাহস ডেস্ক

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ৩৬৩ শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ৩০ এপ্রিলের মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

১.পদের নাম: তড়িৎ প্রকৌশলী
পদের সংখ্যা: ২টি
বেতন গ্রেড: ৬
বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০ টাকা
বয়স: ২৭ থেকে ৪০ বছর
অভিজ্ঞতা: ৮ বছর

২. পদের নাম: সহকারী নৌ-স্থপতি ও প্রকল্প কর্মকর্তা
পদের সংখ্যা: ৫টি
বেতন গ্রেড: ৯
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা
বয়স: ২১ থেকে ৩০ বছর
অভিজ্ঞতা: উল্লেখ নেই

৩. পদের নাম: সহকারী নৌ-প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার (ডিজেল)
পদের সংখ্যা: ৬টি
বেতন গ্রেড: ৯
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা
বয়স: ২১ থেকে ৩০ বছর
অভিজ্ঞতা: উল্লেখ নেই

৪. পদের নাম: সহকারী প্রকৌশলী
পদের সংখ্যা: ৬টি
বেতন গ্রেড: ৯
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা
বয়স: ২১ থেকে ৩০ বছর
অভিজ্ঞতা: উল্লেখ নেই

৫. পদের নাম: নদী জরিপকারী
পদের সংখ্যা: ১টি
বেতন গ্রেড: ৯
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা
বয়স: ২১ থেকে ৩৫ বছর
অভিজ্ঞতা: উল্লেখ নেই

৬. পদের নাম: সহকারী তড়িৎ প্রকৌশলী (ডেকা চেইন)
পদের সংখ্যা: ৪টি
বেতন গ্রেড: ৯
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা
বয়স: ২১ থেকে ৩৫ বছর
অভিজ্ঞতা: বিজ্ঞপ্তি দেখুন

৭. পদের নাম: সহকারী প্রকৌশলী (সিএসই)
পদের সংখ্যা: ২টি
বেতন গ্রেড: ৯
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা
বয়স: ২১ থেকে ৩০ বছর
অভিজ্ঞতা: উল্লেখ নেই

৮. পদের নাম: কনিষ্ঠ নদী জরিপকারী
পদের সংখ্যা: ৬টি
বেতন গ্রেড: ১৩
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
বয়স: ২১ থেকে ৩০ বছর
অভিজ্ঞতা: উল্লেখ নেই

৯. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (পুরকৌশল) এস্ট্রিমেটর (সিভিল)
পদের সংখ্যা: ১০টি
বেতন গ্রেড: ১০
বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা
বয়স: ২১ থেকে ৩০ বছর
অভিজ্ঞতা: উল্লেখ নেই

১০. পদের নাম: সহকারী কারিগরি কর্মকর্তা (জাহাজ বিমান / মেরিন), তত্ত্বাবধায়ক (ডিজেল / নির্মাণ), যান্ত্রিক / জাহাজ নির্মাণ তত্ত্বাবধায়ক, ঊর্ধ্বতন কারিগরি, সহকারী (যান্ত্রিক / ডিজেল / জাহাজ নির্মাণ), এস্ট্রিমেটর এবং উপসহকারী প্রকৌশলী (মেরিন / যান্ত্রিক)
পদের সংখ্যা: ১২টি
বেতন গ্রেড: ১০
বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা
বয়স: ২১ থেকে ৩০ বছর
অভিজ্ঞতা: উল্লেখ নেই

১১. পদের নাম: তত্ত্বাবধায়ক (তড়িৎ), ঊর্ধ্বতন কারিগরি সহকারী (তড়িৎ), উপসহকারী প্রকৌশলী (তড়িৎ)
পদের সংখ্যা: ৭টি
বেতন গ্রেড: ১০
বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা
বয়স: ২১ থেকে ৩০ বছর
অভিজ্ঞতা: উল্লেখ নেই

১২. পদের নাম: কারিগরি সহকারী
পদের সংখ্যা: ২০টি
বেতন গ্রেড: ১০
বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা
বয়স: ২১ থেকে ৩০ বছর
অভিজ্ঞতা: উল্লেখ নেই

১৩. পদের নাম: কারিগরি সহকারী (মেরিন / ডিজেল / জাহাজ নির্মাণ / মেকানিক্যাল)
পদের সংখ্যা: ২০টি
বেতন গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
বয়স: ২১ থেকে ৩০ বছর
অভিজ্ঞতা: উল্লেখ নেই

১৪. পদের নাম: কারিগরি সহকারী (তড়িৎ)
পদের সংখ্যা: ১৫টি
বেতন গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
বয়স: ২১ থেকে ৩০ বছর
অভিজ্ঞতা: উল্লেখ নেই

১৫. পদের নাম: তত্ত্বাবধায়ক কাম রক্ষণাবেক্ষণকারী, গুদাম সহকারী ও সহকারী
পদের সংখ্যা: ৩টি
বেতন গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
বয়স: ২১ থেকে ৩০ বছর
অভিজ্ঞতা: উল্লেখ নেই

১৬. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ১০টি
বেতন গ্রেড: ১৩
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
বয়স: ২১ থেকে ৩০ বছর
অভিজ্ঞতা: উল্লেখ নেই

১৭. পদের নাম: ড্রাইভার-৩
পদের সংখ্যা: ১০টি
বেতন গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
বয়স: ১৮ থেকে ৩০ বছর
অভিজ্ঞতা: উল্লেখ নেই
১৮. পদের নাম: ওয়েল্ডার
পদের সংখ্যা: ৫টি
বেতন গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
বয়স: ১৮ থেকে ৩০ বছর
অভিজ্ঞতা: ৩ বছর

১৯. পদের নাম: মটর মেকানিক / ডিজেল মেকানিক / মেকানিক
পদের সংখ্যা: ১৫টি
বেতন গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
বয়স: ১৮ থেকে ৩০ বছর
অভিজ্ঞতা: উল্লেখ নেই

২০. পদের নাম: ইলেকট্রিক মেকানিক (স্যালভেজ জাহাজ) ইলেকট্রিশিয়ান (জাহাজ)
পদের সংখ্যা: ১০টি
বেতন গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
বয়স: ১৮ থেকে ৩০ বছর
অভিজ্ঞতা: উল্লেখ নেই

২১. পদের নাম: গ্রিজার

পদের সংখ্যা: ৬১টি
বেতন গ্রেড: ১৭
বেতন স্কেল: ৯০০০-২১৮০০ টাকা
বয়স: ১৮ থেকে ৩০ বছর
অভিজ্ঞতা: উল্লেখ নেই

২২. নাম: লস্কর
পদের সংখ্যা: ৭৩টি
বেতন গ্রেড: ১৯
বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০ টাকা
বয়স: ১৮ থেকে ৩০ বছর
অভিজ্ঞতা: উল্লেখ নেই

২৩. নাম: ভান্ডারী
পদের সংখ্যা: ৩০টি
বেতন গ্রেড: ১৯
বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০ টাকা
বয়স: ১৮ থেকে ৩০ বছর
অভিজ্ঞতা: উল্লেখ নেই

২৪. নাম: তোপাষ
পদের সংখ্যা: ৩০টি
বেতন গ্রেড: ২০
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
বয়স: ১৮ থেকে ৩০ বছর
অভিজ্ঞতা: উল্লেখ নেই

২০২২ সালের ১ এপ্রিল প্রার্থীর বয়স উল্লেখিত সীমার মধ্যে থাকতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
প্রার্থীকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরম পূরণের জন্য এখানে ক্লিক করুন।

ফরম পূরণের ৭২ ঘন্টার মধ্যে ১ থেকে ১১ নম্বর পদের জন্য ৩২০ টাকা এবং অন্যান্য পদের জন্য ২১৫ টাকা জমা দিতে হবে।
প্রার্থীদের প্রাথমিকভাবে কোন কাগজপত্র প্রেরণ করতে হবে না। মৌখিক / ব্যাবহারিক পরীক্ষা গ্রহণের সময় প্রয়োজনীয় দলিলাদি দাখিল করতে হবে। চকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত