জৈষ্ঠ্যমাসের সুবাস

প্রকাশ : ২৯ মে ২০২৩, ১৭:০৬

জাহাঙ্গীর চৌধুরী

সুবাস ভাসে জৈষ্ঠ্যমাসে
নানান ফলের রসে। 
সুস্বাদু ফল ভক্ষণ করে 
সবাই থাকে খোশে।

খোকাখুকু বায়না ধরে 
মামার বাড়ি যেতে। 
ঝড়ের দিনে মামার দেশে 
আম কুড়িয়ে খেতে। 

পাকা আমের মধুর রসে
রঙিন করবে মুখটা। 
নানা-নানুর আদর পেয়ে 
লুফে নিবে সুখটা। 

নানা দিবে রঙিন জামা 
নানি দিবে পুতুল। 
মামার বাড়ি মধুর হাঁড়ি 
সর্বকালে অতুল।।

নজির আহমেদ চৌধুরী রোড, 
ঈদগাহ, চট্টগ্রাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত