জাহিদুল ইসলামের ৩টি ছড়া

প্রকাশ : ৩০ মে ২০২৩, ১৬:১০

সাহস ডেস্ক
ছবি : সংগৃহিত

এক..
পুতের ভয়ে ভূত কাঁপে

ভূতের পুতে ভূতো
খোঁজে শুধু ছুতো
পান থেকে চুন খসলে করে কান্না
ঝাল লেগেছে ঠোঁটে
আগুন ফুলকি ফোটে
হয় না ভালো মোটেও তোমার রান্না।

ভূতগুলো সব ভয়ে থাকে-ভূতো
যখন তখন মারতে পারে গুতো।
রেগে মেগে যা কাছে পায় ভাঙে
আছাড় মেরে দেয় ফেলে সব গাঙে।

সিং দুটি তার খাড়া
এক গুতোতেই মারা
তার কথাতেই ওঠেন বসেন রাজা
রাজার আদেশ জারি
ভূতোর ভাঙো আড়ি
ভূতোর জন্য আনো ইলিশ ভাজা।

 

দুই.
বাদুড়

উল্ট হয়ে গাছের ডালে
শুয়ে ছিল বাদুড়
মা ভেবেছে জামা হবে
বাবার নয়তো দাদুর।

কাছে গিয়ে হাত বাড়িয়ে
ধরতে গেল যেই
ফুড়–ত করে উড়ে গেল
কোথাও সে আর নেই।

ওমা ওটা জামা তো নয়
ছিল বাদুর পাখি
এই দেখ মা আমি কেমন
উল্টা ঝুলে থাকি।

 

তিন.
ফড়িং

ঘাস ফড়িংটা ভাবি আমার
ছোট্ট হেলিকাপটার
তার পিঠেতে চড়ে মজায়
পড়বো ফুলের চ্যাপটার।

চারটি ডানায় উড়ে উড়ে
আমায় নিয়ে যাবে দূরে
ফুলের দেশে ঘাসের দেশে
দোল দিয়ে যায় বাতাস এসে

পথ হারাবার নেই কোন ভয়
নেই কিছুতে মানা
ফড়িংটাতো ডানপিটে খুব
সব কিছু তার জানা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত