সবুজ মনের খাতা
প্রকাশ : ১০ জুন ২০২৩, ১৩:৪৪

গাছের দিকে তাকাই যখন
সবুজ ছড়ায় পাতা
সবুজ মনের খাতা।
নদীর দিকে তাকাই যখন
নৌকা নড়ায় মাথা
সবুজ মনের খাতা।
মাঠের দিকে তাকাই যখন
ধানের শুনি গাথা
সবুজ মনের খাতা।
বৃষ্টি পড়ে টাপুরটুপুর
গুনতে থাকি ছাতা
সবুজ মনের খাতা।
মানুষ যদি হতে চাও রে
হও রে মহান দাতা
সবুজ মনের খাতা।
প্রবাসী জনপ্রিয় ছড়াকার রব্বানী চৌধুরী। তাঁর ছড়া যেন নদীর জলধারা। ছন্দ-তালে-লয়ে শব্দমাল্য গাঁথেন দারুন গল্পছলে। এই শিশু সাহিত্যিকের শতাধিক গ্রন্থ রয়েছে কেবলই শিশুসাহিত্যকে উপজীব্য করে রচিত।